রবিবার ২৪ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | নদীর জল চাই, চাই সাহায্যও! কিন্তু সুযোগ পেলেই ভারতকে কু'কথা শোনাতে ছাড়বে না বাংলাদেশ জনতা

Uddalak | ০৬ মার্চ ২০২৫ ১৯ : ৫০Riya Patra

উদ্দালক

আজ থেকে ভারত-বাংলাদেশের নদীর জলবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা সারছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের ১১ প্রতিনিধি। গত সোম ও মঙ্গলবার এই নিয়ে ফরাক্কা ব্যারাজ প্রজেক্ট অথরিটির সঙ্গে তাঁরা প্রথমে গিয়েছিলেন। সেখানেও বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ১৯৭২ সালে জয়েন্ট রিভার অথরিটি তৈরি হয়েছিল। ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে ৫৪টি নদী বয়ে চলেছে। নদীমাতৃক দুই দেশের অর্থনীতির অন্যতম চালিকশক্তি এইগুলি। দেশের কৃষি ব্যবস্থা থেকে শুরু করে জল পরিবহণ, মৎস্য বাণিজ্য নির্ভর করে এই নদীগুলির উপর। তবে নদী নিয়ে বিতর্কেরও শেষ নেই। 

তিস্তার জলবণ্টন নিয়ে বারংবার আলোচনা হয়েছে শীর্ষ প্রশাসনিক স্তরে। কখনও-কখনও নরম গরম কথা চালাচালিও হয়েছে। কিন্তু তখনও বাংলাদেশের পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল। তারপর গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। শেখ হাসিনার বিতাড়ন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে পাল্টে দিয়েছে। সে দেশে সরকার গড়েছে প্রতিবাদীরা। সরকারে শীর্ষপদে বসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদল হওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্ক আরও অবনতি হয়েছে। শেখ হাসিনা পরবর্তী সরকারের সমর্থকরা প্রকাশ্যে, গোপনে, গোচরে-অগোচরে ভারতকে কুৎসিততম আক্রমণ করতে ছাড়েননি। কিন্তু, বাংলাদেশের অগত্যা মধুসূদন, ভারত। তাই, শেষ পর্যন্ত এই দেশে আসা। 

সংবাদমাধ্যমের সামনে এই আলোচনার শেষে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের তরফ থেকে জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে জানিয়েছেন, ''বাংলাদেশের প্রতিনিধি দল ফরাক্কা ব্যারাজে এসেছেন। গঙ্গার প্রবাহপথ ও জলবণ্টন নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।'' উল্লেখ্য, ১৯৯৬ সালে গঙ্গার জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে গঙ্গার জলবণ্টন নিয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। আগামী বছর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই এই আলোচনা আসলে চুক্তির মেয়াদ বৃদ্ধির ভিত তৈরি, এমন মনে করছেন অনেকেই। 

বিদেশনীতি বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ প্রশাসন সে দেশের একাধিক গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করার চেষ্টা করছে। ইউনূস সরকারের সময়ে ভারত বাংলাদেশ জলবণ্টন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বেশি করে। সম্প্রতি তিস্তা জলবণ্টন প্রক্রিয়া নিয়েও ভারতের উপর চাপ বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। একটি গণশুনানিতে সে দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত কথা না শুনলে চিনের সাহায্যে তিস্তা নদীর উপর একটি বাঁধ ও জলাধার তৈরির প্রকল্প শুরু করবে। পাশাপাশি, ঘাড়ের উপর গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে কৃষি ও মৎস্যচাষ প্রধান বাংলাদেশের নতুন প্রশাসন চাইছে না শাসনকালের শুরুর দিকে বৈদেশিক নীতি নিয়ে কোনও সমস্যায় না পড়তে। পাশাপাশি, চাইছে না এমন কোনও অবস্থা, যেখানে দেশের মানুষ ভাবতে শুরু করে নতুন সরকার দুর্বল। বিশেষত ভারতের সামনে তো নয়ই। যেখানে সে দেশের মানুষ ভারতকে গালি দিতে পারলেই নিজেকে সার্থক মনে করে। 

কিন্তু আন্দোলন আর প্রশাসন সমার্থক নয়। বিদেশনীতির সঙ্গে জনপ্রিয়তার সম্পর্ক নেই। 'পপুলার পলিটিক্স'-এর দিকে তাকিয়ে বিদেশনীতি ঠিক করলে, এতদিনে পাকিস্তান ভারতের যুদ্ধে লাখো-লাখো প্রাণহানী হওয়ার কথা। আমেরিকার উচিত ম্যাক্সিকোকে ধ্বংস করে দেওয়া। এশিয়া-মাইনরের দেশগুলিতে ইসলাম মৌলবাদকে সামনে রেখে পৃথিবীশুদ্ধ সমস্ত দেশের উচিত তেড়ে বোমবর্ষণ করা। কিন্তু আবেগ আর বিদেশনীতি এক নয়। ফলে সেদেশের ফেসবুক ট্রোলারদের আর সাধারণ, গণ-চেতনার অজ্ঞানতাকে সামনে রেখে যদি ভারতের দিকে চোখ রাঙানোর চেষ্টা করে বাংলাদেশ, তাতে অন্ধ হওয়ার সম্ভাবনা বাড়বে বই কমবে না। 

বিভিন্ন সূত্রের খবর, আজ, অর্থাৎ বৃহস্পতিবারের বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হতে পারে বাংলাদেশের প্রতিনিধিদলের তরফ থেকে। বাংলাদেশের তরফ থেকে মোট ১৪টি নদীর জলবণ্টনের প্রস্তাব দেওয়া হতে পারে। সেই তালিকায় থাকতে পারে, ধরলা দুধকুমার, গুমতি, খোয়াই, মানু ও মহুরি। এছাড়াও বাকিগুলি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে। এ ছাড়াও, দুই দেশের যৌথ বন্যা পূর্বাভাস মডেল তৈরির করার প্রস্তাবও দেওয়া হবে। এ ছাড়াও, বন্যার কারণে নষ্ট হয়ে যাওয়া মোট ৭৫টি ছোট-বড় বাঁধ, জলাধার সংস্কার করার প্রস্তাবও দেওয়া হতে পারে। মনে রাখতে হবে, বাংলাদেশের কুশিয়ারা নদী গরমকালের অন্যতম জলের উৎস। এই বিষয় নিয়েও আলোচনা হতে পারে, যাতে গ্রীস্মকালে ১৫৩ কিউসেক করে জল দুই দেশই নিজেদের কাজে ব্যবহার করতে পারে। 

যে কূটনৈতিক সুস্থ সম্পর্কের আবেদন বাংলাদেশের প্রতিনিধিরা করবেন, তা যে কোনও প্রতিবেশী দুই দেশের মধ্যে থাকা উচিত। কিন্তু কোনও শত্রুতা না করেও বাংলাদেশের থেকে যে ব্যবহার ভারত পেয়েছে, তারপর? হাসিনা পরবর্তী বাংলাদেশের চরম অরাজকতার খবর এদেশের সংবাদ মাধ্যম দেখানোয় দিনের পর দিন তীব্র হুমকি, কটুক্তি ভেসে এসেছে, কুকথা বলা হয়েছে সকলকেই। সেই পরিস্থিতিতে সুস্থ সম্পর্কের আশা করা কি উচিত? ইতিহাসে দেখা গিয়েছে, ভারত চিরকাল গ্রহণ ও আতিথেয়তার দেশ। ফলে ভারতের উপর চূড়ান্ত নির্ভরশীল বাংলাদেশকে ভারত ফেরাবে না। এখন দেখার, এই দু'দিনের বৈঠকের নির্যাস কোন দিকে ইঙ্গিত করে।


নানান খবর

গাড়ি, বাইক, সোনা, টাকা... পণের লম্বা লিস্ট, তাও সন্তুষ্ট ছিল না শ্বশুরবাড়ি! জামাইকে এনকাউন্টার করার দাবি শ্বশুরের

কাশ্মীরে জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত ২১৫টি স্কুল 'দখল'! সরকারের পদক্ষেপে সমালোচনার ঝড়

জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই, কাজে বেরিয়ে নিখোঁজ যুবক, পাঁচদিন পরেও মিলল না হদিশ!

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর! মুহূর্তে বিদ্যালয়ে বিষাদের ছায়া, মধ্যরাতে স্তব্ধ গোটা গ্রাম

চার ম্যাচে দুশো করতে না পারা অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৪৩১ রান, হেড, মার্শ ও গ্রিনের সেঞ্চুরিতে নতুন নজির

লুকিয়ে মেয়ের ছবি তোলার চেষ্টা, দুর্দান্ত পদ্ধতিতে রুখলেন দীপিকা! নিজের ‘মৃত্যু’র খবরে বিরক্ত রাজা মুরাদ

৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে কুবের খুলবেন ধনের ভাণ্ডার! টাকার পাহাড়ে ঘুমোবেন কোন ৫ রাশির জাতক, রইল তালিকা

এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছেন সঞ্জু, সুযোগ পেয়েও ব্যর্থ তারকা ব্যাটার, জায়গা হারাতে পারেন

দেব-শুভশ্রীর রসায়ন এবার মুঠোফোন থেকে ড্রয়িংরুমে! বড়পর্দার পর কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ধূমকেতু'?

আমাদের আলো ওদের কাছে অন্ধকার, কেন এমন বললেন বিজ্ঞানীরা

ভারতে বাড়ছে ক্রেডিট কার্ড প্রতারণা, এই পাঁচটি উপায় মানলেই কেল্লাফতে

'গুটখা খাব, টাকা দাও', স্ত্রীর নেশার চোটে ঝালাপালা স্বামী, টাকা না দেওয়ায় শেষ হয়ে গেল গোটা পরিবার

তুমুল ভিড়ে নিতম্বে অচেনা হাত! রাগে ফেটে পড়ে কী করলেন ডেইজি, ভয়ঙ্কর অভিজ্ঞতা ফাঁস

'গ্রাউন্ড জিরো বিজনেস ব্যাটল', শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিশেষ দিনে বিশেষ আয়োজন

গোপন অভিসন্ধি? বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলা! তথ্য সামনে আসতেই ব্যাপক হইচই 

এশিয়া কাপের দলে ব্রাত্য শ্রেয়স, এবার ছেড়ে দিলেন নেতৃত্বও

‘ধূমকেতু’র দিলখোলা প্রশংসার মাঝেই ‘ভিঞ্চি দা ২’- তৈরির ইঙ্গিত সৃজিতের! মুখ্যচরিত্রে কি দেখা যাবে রুদ্রনীলকেই?

নেপোটিজমের চরম উদাহরণ! এবার নিজের ছেলেকেই বলিউডে 'লঞ্চ' করছেন করণ জোহর? ভাইরাল ভিডিও 

‘চিরসখা’য় বিয়ের দিনে ধাক্কা! প্লুটোর মৃত্যু, মিঠি ভাল, মৌ ভিলেন, নিজের চরিত্র নিয়ে সরাসরি সাফাই রোশনির

মেরু অঞ্চলের বরফ গলার আগেই ডুবে যাবে সমস্ত মহাদেশ, গবেষণায় অশনি সঙ্কেত

এক্ষুনি ঝেঁপে বৃষ্টি ২ জেলায়, প্রবল বৃষ্টিতে টালমাটাল হবে ১১ জেলা! বাংলায় তুমুল দুর্যোগের অশনি সঙ্কেত

সোশ্যাল মিডিয়া