শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ১৯ : ০০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে ‘ধুমকেতু’র শুটিং সারেন দেব এবং শুভশ্রী। নানা জটিলতায় মুক্তি পায়নি সেই ছবি। তবে বহু বছর ধরেই সেই ছবি মুক্তি নিয়ে উদ্যোগী প্রযোজক রাণা সরকার। দেব নিজেও একাধিকবার জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে সেরা অভিনয় লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই। দেব-শুভশ্রীর অনুরাগীরাও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। গত মঙ্গলবার সন্ধ্যায় দেবের সঙ্গে তাঁর অফিসে এই ছবিমুক্তি নিয়ে বৈঠক সারলেন রাণা। বৈঠক শেষে রাণার সঙ্গে হাসিমুখের একটি ছবি পোস্ট করেছেন স্বয়ং দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এমনি...আশা করি এবারে ভাল কিছু হবে।” অন্যদিকে, জাতীয় পুরস্কারজয়ী এই প্রযোজক দেবের সঙ্গে বৈঠকশেষে তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, “নাও অর নেভার।”
এবং এই বৈঠক যে মোটেই খুচরো খবরে থাকার কোনও প্রচেষ্টা নয়, তা আরও একবার নতুন করে বোঝালেন দেব-রাণা। কীভাবে? 'ধূমকেতু'র সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপম রায়। এদিন এক রেকর্ডিং স্টুডিওতে 'ধূমকেতু'র গানের হার্ড ড্রাইভ নিয়ে উপস্থিত হলেন তিনি। লক্ষ্য, গানগুলোকে ঘষেমেজে ফের ঝকঝকে করা তোলা! পাশাপাশি এও জানা গিয়েছে, ছবির আবহ সঙ্গীত প্রস্তুতির একেবারে শেষ ল্যাপে রয়েছেন এই সুরকার-গায়ক। সূত্রের খবর, ‘ধূমকেতু’ ছবিতে যুগলবন্দিতে ধরা দেবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল! ফলে, সঙ্গীতপ্রেমীদের জন্যও যে এই ছবি অপেক্ষা করার মতো, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, গত ডিসেম্বরে দেব ও শুভশ্রীর ‘খাদান’ ও ‘সন্তান’ মুক্তির পর 'ধূমকেতু' নিয়ে আশা জাগিয়েছিলেন রাণা। তবে ‘ধুমকেতু’ মুক্তির জন্য তিনি দর্শকের উদ্দেশে বিশেষ শর্তও দিয়েছিলেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, ‘‘ ‘ধুমকেতু’ রিলিজ হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু’জনকেই হিট করাতে হবে।’’ বক্স অফিসের নিরিখে ‘খাদান’ বাংলা ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী-শুভশ্রী-ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সন্তান’ও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে সেই ছবি। তাই নিজের দেওয়া কথা রাখার জন্য যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন ‘জাতিস্মর’ ছবিখ্যাত এই প্রযোজক, তা দৃশ্যত স্পষ্ট।
নানান খবর

নানান খবর

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়