শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৫৪Pallabi Ghosh
সমীর দে, ঢাকা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনে আনন্দের পাশাপাশি বেদনাও বাজে বাঙালির বুকে। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে জানা-অজানা সেসব শহিদকে।
শনিবার সকাল সাড়ে ছয়টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়। তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আওয়ামী লিগের পক্ষ থেকে দলের নেতাদের নিয়ে শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকেরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
মনের শক্তিতে ভর করে প্রতিটি মুহূর্ত পার করা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। বিজয়ের এই দিনে তাঁদের ছলছল চোখ একদিকে যেমন আত্মোৎসর্গকারী শহিদদের কথা মনে করিয়ে দেয়, অপর দিকে মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের কথা। সকাল ৮টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে হুইলচেয়ারে প্রায় ২০ জন স্মৃতিসৌধে আসেন শ্রদ্ধা জানাতে। শারীরিক প্রতিবন্ধী জাহিদ হাসান হুইলচেয়ারে করে এসেছেন স্মৃতিসৌধে। তাঁর স্ত্রী হুইলচেয়ারটি ঠেলে এনেছেন।
জাহিদ হাসান বলেন, ‘ভালবাসার জায়গা থেকে এখানে (স্মৃতিসৌধ) এসেছি। আমরা তো স্বাধীনতাযুদ্ধ দেখিনি। ইতিহাস ঘেঁটে, ভিডিও ফুটেজ দেখে শহিদদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, যা অমলিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’
স্মৃতিসৌধে যাঁরা আসছেন, তাঁদের পোশাকে পতাকার রং লাল-সবুজের প্রাধান্য পেয়েছে। বাবা-মায়েরা ছোট ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন বিজয়ের উৎসবে অংশ নিতে। শ্রদ্ধা-ভালবাসার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি। বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে ফোনে ছবি তুলতে দেখা যায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দুবাইগামী বিমানে যাত্রীদের জন্য নিয়মে বড়সড় পরিবর্তন, না জানলেই সমস্যায় পড়বেন...
জন্মদিন পালন করতে গিয়ে অঘটন! আটলান্টায় নিজের গুলিতেই মৃত্যু ভারতীয় ছাত্রের...
নিজের প্রিয় বন্ধুর সঙ্গে প্রেমে মত্ত মা, কথা কানে আসতেই তুমুল হইচই, জানতে পেরে কী করল ছেলে? ...
ফের ছড়াচ্ছে উত্তেজনা, ইউক্রেনের দিকে নতুন মিসাইল হামলা চালাল রাশিয়া...
হাসিনা বিরোধী ছাত্রসংগঠনদের মধ্যে সংঘর্ষ, রিকশা চালকদের অবরোধ, ইউনূস জমানায় উত্তাল ঢাকা...
সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ, কোটি কোটি টাকা উপার্জন তরুণের, কীভাবে? জানলে চমকে উঠবেন ...
এবার কী ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হতে চলেছে আমেরিকায়, কী বলছে ইলন-বিবেক জুটি ...
বৌয়ের কথা মনে পড়ে খালি! কাছে পেতে কত কিলোমিটার পাড়ি দিলেন স্বামী? শুনলে চমকে উঠবেন...
রাজনীতি-প্রযুক্তি এক ফ্রেমে, কোন নতুন দিন দেখতে চলেছে বিশ্ববাসী...
বিলাসবহুল গাড়ির ডিকিতে পচা দুর্গন্ধ, খুলতেই আঁতকে উঠল পুলিশ, তদন্ত চালাচ্ছেন ৬০ জন গোয়েন্দা...
জেমিনি চ্যাটবটে নতুন ফিচার, কতটা সুবিধা হবে সকলের...
কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম...
বসকে বকুনি দেওয়ার লোক এসে গিয়েছে, কোন কোম্পানি চালু করল এই নতুন নিয়ম?...
সাইবার আক্রমণে নতুন হাতিয়ার, সহজেই বোকা হবেন আপনি ...
ক্যান্সারের খরচ জোগাতে লোকের থেকে টাকা তুলেছিলেন, সেই টাকায় কী করলেন যুবক ...
প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচিত, অ্যান্টার্কটিকায় কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা ...