রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মার্চ ২০২৫ ১১ : ৪৮Snigdha Dey
জনপ্রিয় মালয়ালম ছবির সাফল্য নাকি নিজের জোর? কীসে মন কাড়ল হিন্দি রিমেক ‘মিসেস’? দেখলেন পরমা দাশগুপ্ত।
বিয়ের ফুল ফুটতে না ফুটতেই আজও বুকে স্বপ্ন বুনতে শুরু করে প্রায় প্রতিটি মেয়েই। কিন্তু বাস্তবে যেদিন ঘরকন্নার শুরু, সেদিন থেকে কি সত্যিই সেই স্বপ্ন পূরণের পালা? নাকি সেগুলো চুরমার হওয়াই দস্তুর? আরতি কাদভের ছবি ‘মিসেস’ আয়না ধরল বিয়ে আর সংসারের সেই আসল চেহারাটার দিকেই। ২০২১ সালের জনপ্রিয় মালয়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর এই হিন্দি রিমেক সম্প্রতি জি ফাইভে মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট অন্তত সে কথাই বলছে।
কিন্তু কেন? আসলে যুগ যতই এগোক, যতই বদলে যাক জীবনধারা, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক নারী, এ দেশের সমাজে চার দেওয়ালের অন্দরে আজও পুরুষতন্ত্রের বসত। বিয়ে করে স্বামীর ঘরে পা রাখা মেয়ে গৃহবধূ হোক বা রোজগেরে গিন্নি, আজও সংসারের দায়দায়িত্ব, রান্না থেকে বাসন মাজা, স্বামী-সহ গোটা পরিবারের দেখভাল, বাচ্চাকে বড় করে তোলা, এবং অবশ্যই দাম্পত্যের আনন্দ টিকিয়ে রাখা— সবটার সিংহভাগ তারই কাঁধে। যে বাড়িতে পুরুষতন্ত্র যতটা জাঁকিয়ে বসে, সে বাড়ির বউয়ের ‘কর্তব্য’ ততটাই গুরুভার। কোথাও বাড়ির কর্তা পুরুষেরাই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দেন, সে মেয়ের জীবন কোন খাতে কতটুকু বইবে। কোথাও বা মুখে কেউ কিছু বলেন না বটে, তবে অঘোষিত নির্দেশেই সবটুকু চলে। তবে এহেন পুরুষতন্ত্র শুধু পুরুষই এগিয়ে নিয়ে চলে ভাবলে ভুল করবেন। কারণ, যে সমাজে ঘরে-বাইরে, মানসিকতায়, মননে রন্ধ্রে রন্ধ্রে এই ‘শাসন’ গেঁথে গিয়েছে, তাতে তো শুধু পুরুষ নয়, নারীরও বাস। আর তাই বাড়ির কর্তারা যদি ঘরের বউয়ের উপরে নিষেধের ছড়ি ঘোরান, কর্ত্রীরাও তো তা মেনে চলতে শেখান। আর যাদের শেখান, তারাও তো বিশ্বাস করে ঘরের সব দায়দায়িত্ব পালন করাই দস্তুর। সব মেয়েকেই তো এ সমাজ ছোট থেকে শিখিয়ে দেয়, একদিন বিয়ে করে তাকে যেতে হবে অন্য বাড়ি, যে বাড়িতে সাংসারিক দায়দায়িত্ব থেকে স্বামীর মনোরঞ্জন, সবটা তারই কর্তব্য।
গৃহবধূ হলে তো কথাই নেই। নিজের সব ইচ্ছে অনিচ্ছে জলাঞ্জলি দিয়ে হেঁশেল ঠেলা থেকে ঘর সাফাই, বাচ্চার স্কুল থেকে শ্বশুর-শাশুড়ির সেবা— সেটাই আজও বহু মেয়ের একমাত্র রুটিন। এদিকে সারাদিন সমান পরিশ্রমে অফিস সামলে ফেরা বহু মেয়েও বাড়িতে পা রেখেই রান্নাঘরে ঢুকে পড়ে। সেই একই পরিশ্রম করে ঘরে ফেরা স্বামীটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিশ্রামের অধিকার পায়। সেই মেয়ের কি ইচ্ছে করে না দু’দণ্ড জিরিয়ে নিতে? নিশ্চয়ই করে। কিন্তু সমাজ যে তার মনের ভিতর গেঁথে দিয়েছে, পারিবারিক দায়িত্বপালনের কাজটা তারই।
কিন্তু সত্যিই কি বিয়ে করা মানেই নিজেকে, নিজের সব ইচ্ছেগুলোকে পিষে মেরে ফেলাই ভবিতব্য? নাকি ডোমেস্টিক ভায়োলেন্স না হলেও স্রেফ পুরুষতন্ত্রের বেড়াজালে দমবন্ধ হয়ে এলে অবশেষে একদিন জেগে ওঠা, ফুঁসে ওঠা জরুরি? তারই সন্ধানে এগিয়েছে ‘মিসেস’।
এ গল্পের নায়িকা দিল্লির মধ্যবিত্ত পরিবারের এক প্রাণবন্ত, নাচপাগল মেয়ে রিচা (সানিয়া মালহোত্রা), যে সংসার আর নাচের কেরিয়ার সমানতালে গড়ার স্বপ্ন দেখে। তার বিয়ে হয় এক শিক্ষিত চিকিৎসক পরিবারে। স্বামী দিবাকর নামী গাইনোকলজিস্ট। বয়স্কও শ্বশুরও (কনওয়ালজিৎ সিং) প্রতিষ্ঠিত ডাক্তার। বিয়ে হওয়া ইস্তক রিচা দেখে তার শাশুড়ি একার হাতেই সংসারের সব দায়িত্ব পালন করে এসেছেন। চারবেলা রান্না থেকে এঁটো বাসন ধোয়া, ঘরদোর পরিষ্কার থেকে সিঙ্কের আটকে যাওয়া পাইপ সাফাই, স্বামী-ছেলের মুখের গোড়ায় খাবার বা ওষুধ জোগানো থেকে হাতের কাছে রোজকার জামাকাপড়, অন্তর্বাস, এমনকী জুতোটা পর্যন্ত এনে দেওয়া— সবটাই করেন তিনি। এক সময়ে ইকোনমিকসে পিএইচডি, গোল্ড মেডেল সব জলাঞ্জলি দিয়ে মন দিয়ে শুধু স্বামীসেবা আর ছেলে-মেয়েকে জীবনে দাঁড় করিয়ে দেওয়াই তাঁর জীবনখাতার হিসেব। রিচা নিজেও ভালবেসে সংসারটা করতে চেয়েছিল। সবার মনের মতো রান্না করতে চেয়েছিল। নিজের দাম্পত্যকে যত্নে রাখতে চেয়েছিল। কিন্তু একটু একটু করে শাশুড়ির এতদিনের সবক’টা দায়িত্ব তার কাঁধে চেপে বসতে থাকে। বাড়তেই থাকে প্রত্যাশা। এমনকি যে স্বামীকে ভালবেসে কাছে টেনেছিল, সে-ও তাকে জৈবিক চাহিদা মেটানোর পুতুলই ভাবতে থাকে। আর এ সবের ফাঁসে হাঁসফাঁস করে হারিয়ে যেতে থাকে রিচার স্বপ্নগুলো। এভাবেই কি চলবে তার জীবন? নাকি একদিন সে নিজেই পাল্টে ফেলতে পারবে সবটা? তা নিয়েই এগোয় গল্প।
হাসিখুশি মেজাজে শুরু হওয়া ছবিটা যত এগোয়, রিচার দুর্দশা দেখে দমবন্ধ হয়ে আসে। শাশুড়ি যখন তাকে সিঙ্কের আটকে যাওয়া পাইপ আঙুল চালিয়ে খুলতে শেখান, গা গুলিয়ে আসে। দিবাকর যখন তার অন্তর্বাসটাও বার করে দিতে বলে, শ্বশুর প্রত্যাশা রাখেন রিচা তাঁর জুতোটাও হাতের নাগালে এনে রাখবে, সকলে মিলে চায় শিলে বাটা মশলাতেই রান্না করে, গরমাগরম ফুলকো রুটি সহযোগে সে টেবিলে এনে রাখবে, সবাই খেয়ে উঠে গেলে এঁটো বাসন গুছিয়ে মাজবে, গা রি রি করে। যে দিবাকর প্রতি রাতে নিয়ম করে স্বামীর অধিকার ফলায়, সে-ই রিচার স্বপ্নগুলোকে প্রতি মুহূর্তে তাচ্ছিল্যে পিষে দিলে, এমনকী রিচার মা-বাবাও তাকে সবটা মানিয়ে নিতেই বাধ্য করতে চাইলে রাগে-ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করে। আর এই প্রতিটা মুহূর্তে দর্শকও বোধহয় চাইতে শুরু করেন রিচা ফুঁসে উঠুক। সেখানেই এ ছবির সার্থকতা।
আর তার সবটা সম্ভব হয়েছে এক জনের জন্যই। তাঁর নাম সানিয়া মালহোত্রা। রিচার স্বপ্ন দেখা থেকে স্বপ্ন ভাঙার এই গোটা সফরটাকে কী অনায়াসে যে জীবন্ত করে তুলেছেন তিনি! বলিষ্ঠ অভিনয়ে নিশান্ত বা কনোয়ালজিৎও অবশ্য ঘৃণাটাকে জাগিয়ে তোলেন সমানতালে। মূল ছবিটায় সংলাপ ছিল না সেভাবে। হিন্দি রিমেকে অনু সিং চৌধুরী এবং হরমন বাওয়েজার চিত্রনাট্য এ ছবির আরও এক সম্পদ। আর বাকিটা? আজও এদেশের বহু চার দেওয়ালের 'অন্দর কী বাত'।
নানান খবর
নানান খবর

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?