রবিবার ০৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৪ মার্চ ২০২৫ ১০ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সিম কার্ড ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানা। গত মাসের শেষ দিকে অভিযান চালিয়ে ভুয়ো সিম কার্ড কাণ্ডে আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের জেরা করে সোমবার দু'জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছে থেকে বিপুল পরিমাণে সিম, নগদ টাকা এবং সিম চালু করার বিভিন্ন যন্ত্র পাওয়া গিয়েছে।
লালবাজার সূত্রে খবর, গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করি। ধৃতদের কাছ থেকে ৭২৯টি সক্রিয় ও অব্যবহৃত সিম কার্ড, নয়টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতদের জেরা করে প্রাপ্ত সূত্র অনুযায়ী, সোমবার তিলজলা থানা এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শুভেন্দু পিওএস অপারেটর হিসেবে কাজ করতেন। সাধারণ গ্রাহকদের তথ্য ব্যবহার করে অবৈধভাবে সিম কার্ড চালু করে তা প্রতারকদের কাছে বেশি দামে বিক্রি করতেন। তাঁর কাছ থেকে ১২২২টি সক্রিয় ও অব্যবহৃত সিম কার্ড (বিভিন্ন টেলিকম সংস্থার), প্রায় দু'লক্ষ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শুভেন্দুকে জেরা করে এক ভুয়ো সিম ব্যবসায়ীর জন্য ফাঁদ পাতে পুলিশ। ওই ব্যক্তি অভিযুক্তের কাছ থেকে ভুয়ো সিম সংগ্রহ করতে আসছিলেন। নির্ধারিত সময় ও স্থানে তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম জিতেন্দ্র আগরওয়াল। তাঁর কাছ থেকে ৫২টি সক্রিয় সিম কার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাড়ে ৪৩ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি/৬৬ডি এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গবার ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতের আবেদন করা হতে পারে।
নানান খবর

নানান খবর

চালক থেকে টিকিট চেকার এবং নিরাপত্তারক্ষী, নারী দিবসে শিয়ালদহ স্টেশন মহিলাদের দখলে...

মেয়েকে তিন তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে, খুনের চেষ্টার অভিযোগ দায়ের...

বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ...

পার্কিং নিয়ে বচসা, অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মার! পরিণতি হল মর্মান্তিক...

দমদমে সিগন্যালিংয়ে ত্রুটি, অফিস টাইমে ট্রেন থমকে যাওয়ায় বিরক্ত যাত্রীরা...

শহরে উদ্ধার চারটি হাতির দাঁত, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে গ্রেপ্তার চারজন...

মা উড়ালপুলে প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, কেন? ...

হোলিতে কেমন থাকবে আবহাওয়া, হাওয়া অফিস দিল বড় আপডেট...

এবার আরজি করে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর বিরুদ্ধে, প্রতিবাদে আক্রান্ত মেডিকেল অফিসার ...

শহরে ফের সিম কার্ড চক্রের হদিশ, পর্ণশ্রী থেকে গ্রেপ্তার দুই, উদ্ধার বহু সামগ্রী...

ট্রলি ব্যাগ কাণ্ডে ফের পুনর্নির্মাণ, আরতি ও ফাল্গুনী দেখাল কীভাবে দেহ নিয়ে কুমোরটুলি গিয়েছিল...

কসবা কাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার আরও ১

বড়বাজারে বেসরকারি সংস্থার অফিসে ডাকাতির অভিযোগ, ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের...

দমদমে মদ্যপ যুবকের চোখ খুবলে নিল ব্যক্তি, গণপিটুনিতে মৃত...

ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, টালিগঞ্জে ৭ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণ, তুমুল উত্তেজনা এলাকায় ...