শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৪ মার্চ ২০২৫ ১৩ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ট্য়াংরা কাণ্ডে তোলপাড় অবস্থা। এরই মধ্যে কলকাতায় ফের একই পরিবরারের তিন জন সদস্যের রহস্য মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, কসবার হালতুতে বাবা, মা ও শিশু পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হালতুর পূর্বপল্লী এলাকার একটি বাড়ির একতলা থেকে মঙ্গলবার তিন জনের দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে সপরিবার থাকতেন ৪০ বছর বয়সি সোমনাথ রায়। সোমনাথ ছাড়াও ওই বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী সুমিত্রা (৩৫) এবং আড়াই বছরের ছেলে রুদ্রনীল। মঙ্গলবার এই তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়েই হালতুর পূর্বপল্লীর ওই বাড়িতে পৌঁছয় কসবার থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কী কারণে একই পরিবারের তিন জনের মৃত্যু? তা নিয়ে রহস্য বাড়ছে। তদন্তে নেমে পুলিশ মৃতদের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। যদিও তার বয়ান অবশ্য এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, এটা আত্মহত্যার ঘটনা।
প্রতিবেশীরা জানিয়েছেন, পেশায় অটো চালক সোমনাথ রায় আর্থিক কষ্টে ভুগছিলেন। বাড়ির সামনে পাওনাদারদের আনাগোনা বাড়ছিল। আগে তাঁর একাধিক গাড়ি ছিল, কিন্তু সম্প্রতি সেসব বেচে এখন একটা নতুন অটো কিনেছে, সেটাই সে এখন সে চালাতো। সেই চাপ থেকে নিষ্কৃতি পেতেই পরিবারকে নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সোমনাথ রায়। আবার প্রতিবেশীদের একাংশের দাবি, সোমনাথ প্রায়ই বলতেন 'আমি বাঁচবো না মরে যাব।' জমির বিবাদের তথ্যও সামনে আসছে। কেউ কেউ কালো জাদুর কথা উল্লেখ করেছেন। এক আত্মীয়ের দাবি, পরিবারের অন্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল সোমনাথবাবুর। এই মৃত্যুর নেপথ্যে সেই অশান্তির কারণও থাকতে পারে। যা নিয়ে ক্রমাগত রহস্যঘনীভূত হচ্ছে। তবে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধারের নেপথ্যে আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা