সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৬ ডিসেম্বর ২০২৩ ০৯ : ০৪
পুরাণ বলে, এখনও সচল রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়। আর তা অতি সংগোপনে রাখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। তাই পুরীর জগন্নাথের মন্দির হল দেশের অন্যতম তথা বিশ্বের অন্যতম পবিত্র হিন্দু মন্দির। এবার সেই পুরীর মন্দির থেকেই আজ্ঞাপত্র এল কলকাতায়। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শুরু হল জগতের নাথের আজ্ঞা নিয়েই। অনুমতিপত্রের সঙ্গে এসেছে পুরীর মন্দিরের ধ্বজাও। এদিন ব্রিগেডের ময়দানে সম্পন্ন হল মহাযজ্ঞ প্রারম্ভের খুঁটিপুজো। দুষ্টের দমনে সাধুর পরিত্রাণ। বড়দিনের প্রাক্কালে এই মন্ত্রেই উদ্ভাসিত হবে কলকাতা। লক্ষ কণ্ঠস্বরে যার রেশ ছড়িয়ে পড়বে সমগ্র প্রকৃতিজুড়ে। ঈশ্বরের জন্ম তিথি পালনের আগেই গড়ে উঠবে এক ব্রহ্মমুহূর্ত। যার সাক্ষী থাকবে শহর কলকাতা তথা সারা বিশ্ব।