রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ১৭ : ৩৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দিন কয়েক আগেই নিজেদের মধ্যে দীর্ঘ বছর ধরে চলতে থাকা ঝামেলা মিটিয়ে নিলেন জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াত। দীর্ঘ বছর ধরে চলে আসা মানহানির মামলার নিষ্পত্তি করে নিয়েছেন তাঁরা। সমঝোতায় পৌঁছনোর পর সেই খবর ফলাও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিপাড়ার এই অভিনেত্রী-সাংসদ। সঙ্গে জুড়েছেন জাভেদ আখতারের সঙ্গে নিজের হাসিমুখের ছবিও। বছর কয়েক আগে 'গ্যাংস্টার' ছবির অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। কেন? ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দেন কঙ্গনা। এর পরই দুজনের মধ্যে আইনি লড়াই শুরু হয়। বিবৃতিতে কঙ্গনা দাবি করেছিলেন যে জাভেদ আখতার তাঁকে সহ-অভিনেতা হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে বলেছেন। যে হৃত্বিক কিনা ২০১৬ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জনের বিষয়ে জনসাধারণের সামনে মুখ খোলার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা করেছিলেন। কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তার পর থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলেই এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জাভেদ আখতার।
বর্ষীয়ান এই চিত্রনাট্যকার-গীতিকার বললেন, " হ্যাঁ, আইনি সমস্যা মিটে গিয়েছে। আমার বিরূদ্ধে যে কথা কঙ্গনা প্রয়োগ করেছিলেন এবং তার সঙ্গে যা অভিযোগ এনেছিলেন সেসব ফিরিয়ে নিয়েছেন তিনি। কঙ্গনা কথা দিয়েছেন, আর এসব বলবেন না। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। আর আমি তো কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করে ওঁর থেকে কোনওদিন টাকাপয়সা চাইনি। চেয়েছিলাম যেন ও আমাকের কাছে ক্ষমা চায়। ব্যস! সেটাই তো পেয়ে গেলাম। " তাহলে এখন কেমন আছেন জাভেদ? আগের তুলনায় নিশ্চয়ই খানিক একটু নিশ্চিন্ত এবং ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি? 'শোলে'র অন্যতম গল্পকারের স্বভাবসিদ্ধ মজার ভঙ্গিতে জবাব, " না, খুব একটা ফুরফুরে মেজাজে নেই। দেখছি, এবার কার সঙ্গে পাঙ্গা নেওয়া যায়। অন্য কোনও চ্যালেঞ্জ নিয়ে নেব।"
আইনি সমস্যা মিটিয়ে নেওয়ার পর জাভেদ আখতারের পাশে হাসি মুখে দাঁড়ানোর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘আজ জাভেদজি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি ঝামেলা (মানহানির মামলা) ও জটিলতার সমাধান করেছি। এই মধ্যস্থতায় জাভেদজি খুবই দয়ালু এবং সদয় হয়েছেন। শুধু তাই নয়, উনি আমার পরিচালনায় পরবর্তী ছবির জন্য গান লিখতেও রাজি হয়েছেন।’
নানান খবর
নানান খবর

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?