বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সুনীলদের হারিয়ে এএফসির আগে দলের মনোবল বাড়িয়ে রাখতে চান ব্রুজো

Sampurna Chakraborty | ০১ মার্চ ২০২৫ ১৯ : ৫৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু ম্যাচের আগে যখন অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলন করেন, তখনও মোহনবাগান-মুম্বই সিটি ম্যাচ শুরু হয়নি। প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করার আশা আরও উজ্জ্বল ছিল। কিন্তু মুম্বইয়ে ম্যাচের শেষে কিছুটা হতাশই হবে লাল হলুদ শিবির। সুপার সিক্সের অঙ্কে থাকতে এদিন মোহনবাগানের জয় চেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। ম্যাচের শুরুটা দেখে আশাও জাগে। প্রথমার্ধের শেষে জোড়া গোলে এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু নব্বই মিনিটের শেষে ম্যাচ ড্র। যার ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই। এখনও দুই ম্যাচ বাকি। তাঁদের প্লে অফের ছাড়পত্র পাওয়া অনেক সহজ। তবে ইস্টবেঙ্গলের আশা যে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, তেমন নয়। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল তাঁদের শেষ দুটো ম্যাচ জিততে পারলে, এবং নর্থ ইস্ট ও ওড়িশা বাকি ম্যাচে পয়েন্ট খোয়ালে সুপার সিক্সে চলে যাবে লাল হলুদ। তবে শুধুমাত্র সুপার সিক্সকে টার্গেট করে রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছেন না অস্কার ব্রুজো।‌

আইএসএলের ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যেই খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার হাতছানি লাল হলুদের সামনে। তাই সুপার সিক্সের আশা জিইয়ে রাখার পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে নামার আগে মোটিভেশন বাড়িয়ে নিতে চান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দল ভাল খেলছে। চেন্নাই ম্যাচ বাদ দিলে আমরা মরশুমটা ভালভাবে শেষ করার চেষ্টা করছি। অনেক বেশি সুযোগ তৈরি হচ্ছে। রবিবার ভাল খেলতে পারলে, সেটা আমাদের বুধবারের ম্যাচে সাহায্য করবে। ভালভাবে মরশুম শেষ করতে চাই। আমাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এএফসিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের মরশুমটা যথেষ্ট কঠিন ছিল। শেষটা ভাল হওয়া উচিত।' 

একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস।‌ কিন্তু গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়ালেন অস্কার। এখনও তাঁর ছন্দে ফেরার অপেক্ষায়। তবে জানিয়ে দিলেন, গোল না পেলেও, তাঁর উপস্থিতির মূল্য আছে। অস্কার বলেন, 'গতবছর কেরলে ও সেরা স্ট্রাইকার ছিল। তারমানে এই মরশুমেও সেরা স্ট্রাইকারদের মধ্যে ও অন্যতম। ফুটবল এত তাড়াতাড়ি বদলায় না। আমাদের মোট চারটে ম্যাচ বাকি আছে। দিমিত্রির গোলের খিদে রয়েছে। ওর মধ্যে একটা প্যাশন আছে। সবসময় গোল করার চেষ্টা করে। তবে দিমির উপস্থিতি গুরুত্বপূর্ণ।' ডেভিডের ভূয়সী প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ। পরিবর্ত হিসেবে নেমে নিজের কাজ করছেন মিজো স্ট্রাইকার। তাঁর কি আরও বেশি ম্যাচ টাইম প্রাপ্য? অস্কার বলেন, 'ডেভিডের মরশুমটা ভাল গিয়েছে। প্রথম একাদশে হয়তো জায়গা পাচ্ছে না। তবে নেমেই নিজের দায়িত্ব পালন করছে। গোল করছে। দলকে মাঝমাঠে সাহায্য করছে। ওর আরও ম্যাচ টাইম পাওয়া উচিত কিনা জানি না। তবে মাঠে নামলে নিজের সেরাটা দেয়।' 

শেষ কয়েক সপ্তাহ কঠিন সূচি ছিল ইস্টবেঙ্গলের। ম্যাচের তারিখ বদলের আবেদন করেও লাভ হয়নি। এই নিয়ে কিছুটা অসন্তুষ্ট অস্কার। জানান, এত কম সময়ে রিকভারি সম্ভব নয়। তবে ভেতরের তাগিদ দিয়ে ক্লান্তিকে হারাতে চান ইস্টবেঙ্গল কোচ। চলতি মরশুমে চারটে ম্যাচ রয়েছে। দুটো আইএসএলের, দুটো এএফসি কাপের। চারটে ম্যাচকেই ফাইনাল হিসেবে নিতে চান ব্রুজো। জানিয়ে দিলেন, তাঁর কাছে দুটো টুর্নামেন্টের সমান গুরুত্ব। বেঙ্গালুরু ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না নন্দকুমারকে। ফিরতে পারেন বিষ্ণু।


Oscar BruzonEat BengalISL

নানান খবর

নানান খবর

বড় সমস্যায় ভিনিসিয়াস, নিষিদ্ধ হতে পারেন ২ বছরের জন্য

পাক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন এই প্রাক্তন অজি ক্রিকেটার

রোগ বাসা বেঁধেছে শরীরে, নিজের যত্ন নেওয়ার জন্য নেইমারদের প্রাক্তন হেডস্যর তিতে নিলেন এই সিদ্ধান্ত

হাত মেলাতে গিয়ে উত্তেজিত হয়ে সতীর্থের কপালে চাপড়, পিএসএলে একি কাণ্ড!

অ্যাশেজ হলেই সেরাটা বেরিয়ে আসত, সেই অজি ওপেনার কিথ স্ট্যাকপোল প্রয়াত

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

সোশ্যাল মিডিয়া