সোমবার ১৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৩ ১০ : ২৫Rishi Sahu
নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের কথা ধার করে বলতে হয়, ষষ্ঠীর আগেই দশমীর বাজনা বাজিয়ে দিলেন অনির্বাণ ভট্টাচার্য। একদিকে, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালকের সিরিজ ‘দুর্গরহস্য’র পোস্টার উন্মোচন। তারপরেই ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় ঘোষণায় অনির্বাণ ভট্টাচার্যের। শহরের পাঁচতারা হোটেলে একঝাঁক সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে সিরিজের ‘ব্যোমকেশ’ বললেন, ‘‘হইচই ওয়েব প্লাটফর্মে আটটি সিজনের ২০টি পর্বে মোট ১৩টি গল্প বলা হয়েছে। প্রত্যেকবার আমিই ব্যোমকেশ। সৃজিত মুখোপাধ্যায়ের দুর্গ রহস্য আমার শেষ অভিনয়। আর আমায় সত্যান্বেষীর চরিত্রে কেউ দেখতে পাবেন না’’। আজকাল টেলিভিশনের প্রশ্ন, অনির্বাণ কি তাহলে ‘ব্যোমকেশ’ পরিচালনা করবেন? নায়কের সবিনয় জবাব, সেটা পরের কথা। আপাতত, সিরিজটি নিয়ে তিনি বেশি আগ্রহী। সরাসরি না বললেও এ বিষয়ে হালকা আভাস পরিচালক-অভিনেতা ঘোষণার মধ্যেই দিয়েছেন। জানিয়েছেন, ‘ব্যোমকেশ’-এর ব্যাটন কার হাতে দেবেন সেই নিয়ে আলোচনা, চিন্তা-ভাবনা চলছে। প্রযোজক, পরিচালকের সঙ্গে। অনির্বাণ পরিচালনা না করলে এই ভাবনা কি তাঁর দ্বায়িত্বে পড়ে? এই ঘোষণার পরে স্বাভাবিক প্রশ্ন, কেন ‘ব্যোমকেশ’ আর না? আরও একবার সৃজিত উবাচ, ‘‘আমার অভিজ্ঞতায় সেরা ‘ব্যোমকেশ’ অনির্বাণ। ওকে আর এই ভূমিকায় দেখতে পাব না, শুনে খারাপ লাগছে। পাশাপাশি, সম্মান জানাচ্ছি ওর সিদ্ধান্তকে। ‘কেন ছাড়ছ না’ শোনার থেকে ‘কেন ছাড়ছ’ প্রশ্ন অনেক বেশি সম্মানের।’’ সেই রেশ ধরেই অনির্বাণের যুক্তি, ‘‘২০১৭ থেকে শুরু। ১৩টি গল্প ১৩ রকমের। প্রত্যেকবার নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আমার তরফ থেকে এই বিশেষ চরিত্রের অভিনেতা হিসেবে আর কিচ্ছু দেওয়ার নেই। তাই বিদায় নিচ্ছি।’’ প্রসঙ্গত, ‘ব্যোমকেশ’ নিয়ে এটাই সৃজিতের প্রথম এবং শেষ সিরিজ। শেষ কাজ বড়পর্দায় হলে বেশি খুশি হতেন? প্রশ্ন ছিল আজকাল টেলিভিশনের। এবার নায়ক অকপট, ‘‘শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ উপন্যাসের ব্যাপ্তি বড়পর্দায় তুলে ধরার মতোই। সৃজিতদাও একেকটি দৃশ্য পরিচালনা করতে করতে বলে উঠেছেন, ইসস! এই উপন্যাস যদি বড়পর্দায় দেখাতে পারতাম। দৃশ্যগুলো যেন বড়পর্দায় দেখানোর জন্য তৈরি।’’ তারপরেই নায়কের মত, সিরিজ হিসেবেও এই কাজ স্মরণীয় হয়ে থাকবে, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। একই সঙ্গে রসিকতা, ‘‘বড়পর্দায় হয়নি বলে আমার খুব আক্ষেপ নেই। কারণ, সৃজিতদার পরিচালনায় ‘দশম অবতার’-এও আমি আছি। এবারের পুজোয় বরং দুই মাধ্যমে জাঁকিয়ে আছি। এটা চট করে হয় না। আমি খুশি।’’ ঘোষণার আগে অবশ্য সিরিজের প্রচার সেরে নেন পরিচালক, ‘ব্যোমকেশ’ এবং ‘সত্যবতী’। সৃজিতের দাবি, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে ‘#অনমাইওনটার্মস’কে আঁকড়ে ধরে সিরিজটি বানিয়েছেন। মধ্যপ্রদেশে যখন তাঁরা শুট করেছেন তখন উত্তাপ ৪৭ ডিগ্রি। সিরিজ সম্পূর্ণ করার পর তাঁর মনে হয়েছে, সব কষ্ট সার্থক। সোহিনী সরকার এই প্রথম অনির্বাণের বিপরীতে ‘সত্যবতী’। বরাবর তিনি আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই জুটিকে এগিয়ে রেখেই তাঁর বক্তব্য, ‘‘ব্যোমকেশ-সত্যবতীর নতুন এই জুটিকে দর্শক কতটা নেবেন? আর আমিই কেন সত্যবতী? সৃজিতদা ডাকার পরে এই দুটো প্রশ্ন তাঁকে করেছিলাম। পরিচালক জানিয়েছিলেন, সত্যবতী চরিত্রে তাঁর অভিনয় ভাল লেগেছে। তাই তিনি পরিচালকের পছন্দ।’’ এও জানিয়েছেন, রোজ ১০০ ধাপ সিঁড়ি ভেঙে উঠে শুট করতে হত। গরমে এই পরিশ্রম প্রাণান্তকর। কিন্তু যখনই বিপ্লব চট্টোপাধ্যায় বা দেবেশ রায়চৌধুরীর মতো প্রবীণ অভিনেতাদের হাসিমুখে সিঁড়ি ভাঙতে দেখতেন, আর কষ্ট হত না। একই সঙ্গে অনির্বাণের ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় নেওয়া তাঁর মনকেও ভারাক্রান্ত করেছে। জুটি নিয়ে এই দ্বিধা কি অনির্বাণেরও ছিল? নিজস্ব ভঙ্গিতে দৃপ্ত জবাব তাঁর, ‘‘পরিচালকের আসনে যখন সৃজিতদা তখন দ্বিধার কোনও প্রশ্নই নেই।’’ একই সঙ্গে সোহিনীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেক দিনের। সেই রসায়নও অভিনয়ে ছাপ ফেলেছে। সৃজিতের দাবি, সব সেরা অভিনেতাদের নিয়ে কাজ করেছেন। দর্শকেরা একেবারে হতাশ হবেন না। পরিচালকের কথা ফুরোতেই আত্মবিশ্বাসী কণ্ঠে নায়কের আরও বক্তব্য, ১৯ অক্টোবর মুঠোফোনে মুক্তি পাচ্ছে হইচইয়ের সিরিজ ‘দুর্গরহস্য’। সেদিনই প্রমাণ হবে, অনির্বাণ-সোহিনী-রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নতুন ‘টিম ব্যোমকেশ’ যথেষ্ট ঝকঝকে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রাক্তন সদস্যের চরম পদক্ষেপ, বাড়ি থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ...
অজয় দেবগণকে প্রকাশ্যে কটাক্ষ, একই ব্যাপারে ভাগ্নে আমনের দিলখোলা প্রশংসা সলমনের! ব্যাপারটা কী?...
অমিতাভের একটি মন্তব্যে শেষ হয়েছিল মুকেশ খান্নার কেরিয়ার? বিস্ফোরক 'শক্তিমান'!...
পরিচালক অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব-রুক্মিণী, চোখে জল নিয়ে মন্ত্রোচ্চারণ কিঞ্জল নন্দর ...
২৫ বছর পর ফের একসঙ্গে অক্ষয়-তাবু! 'ভূত বাংলা'য় তিনি নায়িকা না 'অশরীরী'?...
'আমি রুক্মিণীকে হিংসে করি'- 'বিনোদিনী'র ট্রেলার লঞ্চে অকপট দেব, কেন এমন বললেন অভিনেতা?...
বিয়ের বছর ঘুরতেই সৌরভ-দর্শনার সংসারে এল নতুন অতিথি! আনন্দে চোখে জল নায়িকার শাশুড়ির...
বারবণিতা থেকে মঞ্চের রানী, ফুটে উঠল স্বপ্ন দেখার স্পর্ধা; ট্রেলারেই নারী-মনের গহন কোণের হদিশ দিলেন পর্দার 'নটী'...
ছেলের জন্য বড় সিদ্ধান্ত আমিরের! জুনেদের প্রথম ছবি মুক্তির আগে কী এমন করলেন 'মিঃ পারফেকশনিস্ট'?...
Breaking: বলিউডে পাড়ি রূপাঞ্জনার! নিনা গুপ্তার সঙ্গে পাল্লা দিয়ে কোন চরিত্রে নজর কাড়বেন?...
Exclusive: সিনেমা কোনও প্রোডাক্ট নয়, আমি সাবান বিক্রি করতে আসিনি: মৈনাক ভৌমিক...
'উমরাও জান ২'-এ জাহ্নবী কাপুর? রেখার জুতোয় পা গলাচ্ছেন শ্রীদেবী-কন্যা!...
‘ফতেহ’র পরেই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কোন ছবিতে আসছেন সোনু? বড় ঘোষণা অভিনেতার! ...
শুধু গভীর প্রেম নয়, শাহিদের জন্য এই অভ্যাস ছেড়েছিলেন করিনা, বিচ্ছেদের এত বছর পর গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী...
‘শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি...’ কোন ধরনের ছবিতে, কেমন চরিত্রে করণকে পরিচালনা করতে চান কঙ্গনা?...