শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | পরিচালক অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব-রুক্মিণী, চোখে জল নিয়ে মন্ত্রোচ্চারণ কিঞ্জল নন্দর 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ২০ : ২৩Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই এসেছিল মন খারাপের খবর। ২ জানুয়ারি প্রয়াত হন পরিচালক অরুণ রায়। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টলিউডের এই পরিচালক। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অরুণ রায়ের। তবুও চালিয়ে যাচ্ছিলেন লড়াই। কিন্তু শেষরক্ষা হল না।


২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ছবি 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুন রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গিয়েছেন দেব। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন। কিন্তু শরীরের খেয়াল না রাখার হিসাব গুণতে হল পরিচালককে। 


অসুস্থ পরিচালককে হাসপাতালে গিয়ে দেখে এসেছিলেন পর্দার 'বাঘাযতীন' দেব। অরুণ রায়ের শেষকৃত্যেও সঙ্গে ছিলেন তিনি। চোখের জলে পরিচালককে বিদায় জানিয়েছিলেন দেব-রুক্মিণী।