শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ধূপগুড়ি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ভয়াবহ আগুন। ওয়ার্ড মাস্টারের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হাসপাতালের প্রসূতি বিভাগের সামনের সারিতে একটি বেডের ওপর একটি সিলিংফ্যানে হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগল কিনা সেই সন্দেহ থেকেই প্রসূতি বিভাগে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর জানাজানি হতেই ওয়ার্ড মাস্টারের তরফে প্রসূতিদের সরিয়ে দেওয়া হয় ঘটনাস্থল থেকে।
তড়িঘড়ি গোটা হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় মিটার থেকে। রোগীদের বেশিরভাগকেই পেডিয়াট্রিক বিভাগে স্থানান্তর করা হয়। বাকিদের নিয়ে যাওয়া হয় মহিলা বিভাগে। ওয়ার্ড মাস্টার প্রবীর কুমার রায়ের উপস্থিতিতে স্থানীয় এক বিদ্যুৎকর্মীকে দিয়ে খুলে সরিয়ে ফেলা হয়। তবে হাসপাতালের ভিতরে লেবার ওয়ার্ড বা প্রসূতি বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে।
ওয়ার্ড মাস্টার প্রবীর কুমার রায় জানান, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যে ১৫ জনের মতো প্রসূতি সেখানে ছিলেন তাদের সবাইকেই সরিয়ে নেওয়া হয়েছে’। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অঙ্কুর চক্রবর্তী জানান, ‘হাসপাতালে বিভিন্ন ওয়ারিং,প্যানেল সমস্ত কিছু বহু দিনের পুরনো। সেগুলিতে সামান্য লোড পড়তেই এই ধরনের ঘটনা ঘটে। তবে এই বিষয়ে ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন’। সূত্রের খবর, খবর হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমের কাজ চলাকালীন মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই ধরনের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, হাসপাতালের প্রশাসনিক বিভাগের নিচের তলায় হাসপাতালের মহিলা, পুরুষ, এস এন এস ইউ, প্রসূতি এবং পেডিয়াট্রিক বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। সেখানেই সিঁড়ির পাশে বিদ্যুতের প্যানেল রয়েছে, রয়েছে ব্যাটারি ইউনিট। সেখান থেকেই গোটা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা চলে। তবে সেখানে বছর দুয়েক আগেই এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। তারপর ফের এই ধরনের ঘটনা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে।
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?