সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ২২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ভক্তরা বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য বাড়ছে” তাঁর। কিন্তু এই রূপের জেল্লাই যে তাঁর কাছে বড় বালাই, সেকথা নিজের মুখেই স্বীকার করলেন ব্রিটিশ তারকা অভিনেত্রী কেলি ব্রুক। নেপথ্যে তাঁর বক্ষ যুগল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তারকা মডেল জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের বক্ষের ভারে সামনের দিকে ঝুঁকে পড়ছেন তিনি। সমস্যা হচ্ছে মেরুদণ্ডেও।
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং করছেন কেলি। ২০০৫ সালে একটি সংবাদসংস্থার করা সমীক্ষায়, দেড় কোটি মানুষের ভোটে পৃথিবীর সবচেয়ে লাস্যময়ী নারীর শিরোপা জিতেছিলেন তিনি। বহু সফল চলচ্চিত্র এবং টেলিভিশন শোতেও দেখা গিয়েছে তাঁকে। এহেন জনপ্রিয় তারকার শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে বহু অনুরাগীর কপালে।
ঠিক কী হয়েছে তারকার? ৪৫ বছর বয়সি কেলি জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই পিঠের যন্ত্রণায় ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই যন্ত্রণার নেপথ্যে তাঁর স্তনের আকার। বৃহদাকার বক্ষ যুগলের ওজন ধরে রাখতে গিয়েই চাপ পড়ছে পিঠে। ২০২০ সাল থেকেই নাকি এই সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন ওজন কমানোর। সেই পরামর্শ মেনেই ওজন কমাচ্ছেন নায়িকা। পাশাপাশি, 'কায়রোপ্র্যাক্টিক' থেরাপিও নিচ্ছেন তিনি। তাঁর আশঙ্কা, যদি এই ধরনের থেরাপি এবং ওজন নিয়ন্ত্রণে কাজ না হয়, তবে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। তাই স্বাস্থ্য ভাল রাখতে সৌন্দর্য কমলেও আপত্তি নেই নায়িকার। কেলি জানিয়েছেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে আর রূপ নয়, স্বাস্থ্যকেই অগ্রাধিকার দেবেন তিনি।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার