সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Man extends his height through painful surgery lif

স্বাস্থ্য | পুঁচকে বলে ঠাট্টা করতেন সবাই, অস্ত্রোপচার করে আট ইঞ্চি দৈর্ঘ্য বাড়িয়ে চমক দিলেন যুবক

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ২৪Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: মানুষ মাত্রই ভিন্ন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুতেই ভিন্নতা। কেউ লম্বা, কেউ বা কিছুটা খর্বকায়। কিন্তু সকলে এই বৈপরীত্য মানতে পারেন না। মানতে পারেননি লিয়ন নামের বছর তেইশের এক যুবকও। নিজের উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভুগতে ভুগতে এমন পদক্ষেপ করেন তিনি যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

লে ট্রেম্বা নামের অ্যাকাউন্ট থেকে লিয়ন জানিয়েছেন, তাঁর প্রাথমিক উচ্চতা ছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি। কিন্তু নিজের উচ্চতা নিয়ে খুশি ছিলেন না তিনি। তাঁর বন্ধুরাও নাকি ঠাট্টা তামাশা করতেন তাঁকে নিয়ে। তিনি খর্বকায় বলে কটাক্ষ করতেন। এই পরিস্থিতিতে ২০২৩ সালে লিয়ন সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের উচ্চতা বৃদ্ধি করবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। পায়ে অস্ত্রোপচার করান, সেই অস্ত্রোপচারের সাহায্যেই ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি দৈর্ঘ্য বেড়েছে তাঁর পায়ের।

কীভাবে হয় এই অস্ত্রোপচার? চিকিৎসাশাস্ত্রের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘এল ও এন’। এই পদ্ধতিতে পায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড় - ফিমার কেটে দু’ভাগ করা হয়। তাঁর পর হাড়ে ধাতব রড বসিয়ে দুই প্রান্ত স্ক্রু দিয়ে জুড়ে দেওয়া হয়। রোজ ধীরে ধীরে এই স্ক্রু ঘুরিয়ে লম্বা করা হয় হাড়। প্রতিদিন প্রায় এক মিলিমিটার করে বৃদ্ধি পায় হাড়ের দৈর্ঘ্য। লিয়ন জানিয়েছেন, গোটা প্রক্রিয়া মারাত্নক যন্ত্রণাদায়ক। মাসের পর মাস শয্যাশায়ী হয়ে কাটাতে হয়েছে তাঁকে। তবে শেষ পর্যন্ত নিজের উচ্চতা বাড়াতে পেরে তিনি খুশি। লিয়নের এই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে দেখে ফেলেছেন প্রায় ৭০ লক্ষ নেটিজেন।


UniqueSurgeryheight confidence

নানান খবর

সোশ্যাল মিডিয়া