সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ১০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আজ ২২ এবং আগামিকাল ২৩ ফেব্রুয়ারি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 'সহজ পরব'র সপ্তম সংস্করণ। কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই 'সহজ পরব'। দোঁহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব আফ্রিকান সুরের রেশ থেকে বাংলার কীর্তন, মধ্যপ্রদেশের কাওয়ালি থেকে বাউল-ফকির অনসস্বল, আওয়ধি-ভোজপুরি গান থেকে তাল বাদ্যের ম্যাজিকে জাকির হোসেনকে স্মরণ, সব মিলিয়ে তৈরি করবে এক অসাধারণ ঐকতান।
দু'দিনের এই পরবের প্রথম দিন বিকেল ৪টে থেকে অনুষ্ঠান শুরু হবে৷ যেখানে বাংলার বর্ষীয়ান শিল্পী কানাই দাস বাউল সম্বর্ধিত হবেন সহজ পরব সম্মানে। এরপর থাকবে উস্তাদ জাকির হোসেন স্মরণে 'ইঁয়াদো কা সফর', অংশগ্রহণ করবেন জাকির হোসেনের ভাই ও তাঁর দীর্ঘ দিনের সহশিল্পীরা উস্তাদ ফজল কুরেশি, উস্তাদ তৌফিক কুরেশি, পণ্ডিত যোগেশ শামসি, সাবির খান, সূত্রধর পন্ডিত, তন্ময় বোস।
আওয়াধি- ভোজপুরি লোকসঙ্গীত পরিবেশন করবেন বিদূষী মালিনী আওয়াস্তি। দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি, বিকেল ৫টা থেকে থাকছে বাউল-ফকির অনসম্বল। অংশগ্রহণ করবেন অর্জুন খ্যাপা, স্বপন অধিকারী, নূর আলম, আমানত ফকির। পরবর্তী অনুষ্ঠান থাকবে সিদি ধামাল ডান্স গ্রুপের পরিবেশনায় গুজরাতের সিদি গোমা। আফ্রিকান সুরের রেশ পাওয়া যাবে তাঁদের সঙ্গীতে। এরপর থাকবে মধ্যপ্রদেশের মূনাওয়ার মাসুমের কণ্ঠ কাওয়ালি। সবশেষে হরিনাম সংকীর্তন দিয়ে 'সহজ পরব'র সপ্তম সংস্করণ শেষ হবে৷
২০১৪ সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনায় জন্ম নিয়েছিল 'সহজ পরব'। সেই অর্থে এবছর সহজ পরব এগারো বছরে পড়ল। নানা বাঁধা পেরিয়ে এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হচ্ছে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে।
এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারাগুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোক শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোকশিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব।
এই আয়োজন নিয়ে লোপামুদ্রা মিত্র জানালেন, "আমরা এই উৎসবে শিকড়ের সুরের সন্ধান, চর্চা ও উদযাপন করে থাকি। প্রথমদিনে সহজ যাত্রা থাকছে। ভারতীয় সঙ্গীতের শিকড়ের সুর সুদূরপ্রসারী। পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এতো বড়ভাবে আয়োজন করে থাকি। "
দোহারের পক্ষে রাজীব দাস বলেন, "প্রতি বছরের মতো এবারও সহজ পরব নিয়ে শ্রোতা-দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি এবারেও আমরা সুষ্ঠু ও সফলভাবে 'সহজ পরব'-এর উদযাপন সম্পন্ন করতে পারবো। এই কর্মকাণ্ডে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।'
নানান খবর
নানান খবর

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?