সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | এনআরএস হাসপাতালে চালু হচ্ছে কিউআর কোড যুক্ত পরিচয়পত্র, কবে থেকে?

Pallabi Ghosh | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: এবার কলকাতা নীলরতন সরকার হাসপাতালের মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ছাত্র-ছাত্রীদের অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, পোস্ট ডক্টরেট, আন্ডারগ্রাজুয়েট ও প্যারামেডিক্যাল শিক্ষার্থীদের জন্য নবতম ব্যবস্থা পরিচয় পত্রের। এবার পরিচয় পত্রে থাকবে কিউআর কোড (QR code)। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্রে অর্থাৎ আইডেন্টিটি কার্ডে কিউআর কোডের মাধ্যমে জানা যাবে তাঁদের বিস্তারিত তথ্য।

 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কলেজ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়, কলেজের সমস্ত প্যারামেডিক্যাল ও মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের নতুন করে পরিচয় পত্র তৈরি হবে। যাতে কিউআর কোড থাকবে এবং তার মধ্যে সমস্ত তথ্য দেওয়া থাকবে। এই পরিচয় পত্রের জন্য অনলাইনে ফর্ম ভোরে আবেদন করতে হবে। যার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার এবং অনলাইন টাকা জমা দেওয়ার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। 

 

এই পরিচয় পত্রে যা যা তথ্য দেওয়া হবে সবটাই ওয়েবসাইটে পর্যন্ত আপলোড করা থাকবে। সমস্ত ছাত্র-ছাত্রীদের পুরো বিষয়টাকে ভেবেচিন্তে তথ্য জমা দিতে হবে। যা পরবর্তীতে চাইলেও আর পরিবর্তন করা যাবে না। এই কার্ডের জন্য নতুন করে আবেদন করার সময় ৫০ টাকা করে মূল্য ধার্য করা হয়েছে। আর এই পরিচয় পত্র প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছেন এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। 

 

এ বিষয়ে হাসপাতালের কাউন্সিলের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় যাতে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিচয় পত্র কলেজ পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। যা ছাত্রছাত্রীদের পরিচয় থেকে শুরু করে সমস্ত কিছু ডিজিটালি এক জায়গায় জমা থাকবে। 

 

হাসপাতাল সূত্রে খবর, মূলত সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের উপর নজরদারি রাখতেই এমন পদক্ষেপ করেছে কলেজ কাউন্সিল। এই নোটিশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সই করা জামানা শেষ। আর বায়োমেট্রিক পদ্ধতিতে অনেক সময় লাগে, লাইন পড়ে যায়। তাই জন্যই এই ব্যবস্থা। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তারদের এই আইডি কার্ড চালু হয়ে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের জন্য এবার চালু করা হল। প্রত্যেক ডাক্তার নিজের ডিউটি যাতে নিজেই করেন, কোনওরকমভাবে যাতে কেউ প্রক্সি দিতে না পারেন, তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

 


Kolkata NRSHOSPITAL

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

সোশ্যাল মিডিয়া