রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

mysterious death of three people in Tyangra

কলকাতা | তিন ঘরে তিনটি দেহ, হাতের শিরা কাটা, বাইপাসের দুর্ঘটনার খবর দিতে ট্যাংরায় পৌঁছতেই পুলিশের নজরে এল রক্তস্রোত

AD | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ০৩Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু ট্যাংরায়। বুধবার সকালে এলাকার একটি বাড়ি থেকেই তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির হাতের শিরা কাটা ছিল বলে জানিয়েছেন পুলিশ। বুধবার সকালে ইএম বাইপাসের উপর একটি পথদুর্ঘটনায় এক আহতের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার করে পুলিশ। সেই ঠিকানা সূত্রে দুর্ঘটনার খবর দিতে ট্যাংরার বাড়িটিতে পৌঁছেছিল পুলিশ। তখনই তারা মৃতদেহগুলি উদ্ধার করে। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুই মহিলা এবং এক কিশোরী রয়েছে। বুধবার সকালে বাড়িটির তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত এক মহিলার স্বামী কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পরিবারের সকলেই আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের মধ্যে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা। রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধদমন শাখা) রূপেশ কুমার। পুলিশ জানিয়েছে, ইম বাইপাসের দুর্ঘটনায় আহতদের একজন দাবি করেছেন, আর্থিক অনটনের কারণে পরিবারের সকলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ওই ব্যক্তি আরও দাবি করেছেন, বুধবার সকালে তাঁরাও নিজেদের শেষ করে দেওয়ার জন্যই ওই দুর্ঘটনা ঘটান।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''তিনটি মহিলার মৃতদেহ উদ্ধার হয় তার মধ্যে একজন কিশোরী। দু'জনের দেহে ক্ষত ছিল। ময়নাতদন্তের পর বোঝা যাবে। বুধবার সকালে গরফা থানা এলাকায় একটি দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরায় মৃতদেহ উদ্ধার হয়। দু'টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। খুন না কি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন ঘটনাস্থলে।''

প্রসঙ্গত, বুধবার সকালেই রুবির কাছে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রিবাহী গাড়ি। সেই দুর্ঘটনায় তিন জন আহত হন। ওই দুর্ঘটনায় আহতের পরিবারের খোঁজ করতে গিয়ে বাড়ি থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।


DeathTyangraLalbazarHomicide

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া