মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Naorem Mahesh scores in derby spt

খেলা | 'এখন মাঝমাঠে খেলতে হয়, গোল থেকে দূরে সরে গিয়েছিলাম', সাড়ে দশ মাস পরে গোল করে বললেন মহেশ

KM | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে লাল কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় সাক্ষাতে সেই নাওরেম মহেশ গোল করেন।

গত বছরের ৩ এপ্রিল ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে শেষ গোল করেছিলেন মহেশ। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। সেই গোলের প্রায় সাড়ে দশ মাস পরে গোল পেয়ে খুশি মহেশ। ডার্বির পরে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিমকে তিনি বলেন, ''নিজের গোলের জন্য এবং দলের জয়ের জন্য আমি খুশি। কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। সেরা ছয়ের দৌড়ে আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সমর্থকদের সমর্থন ছাড়া এই জয় সম্ভব ছিল না। আজ মহমেডানের সমর্থকেরাও অনেকে মাঠে এসেছিল। সবাইকে ধন্যবাদ।'' 

শুধু গোলে ফেরাই নয়, ম্যাচের সেরাও হন মহেশ। গোল থেকে দূরে সরে গিয়েছিলেন মহেশ। ম্যাচের শেষে এক সাক্ষাৎকারে মহেশকে বলতে শোনা গিয়েছে,''প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। দ্বিতীয়ার্ধে ওরা ম্যাচে ফেরে। ফলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়। সল ক্রেসপো, ডেভিড মাঠে নামার পরে যখন গোল করে, তখন আমাদের তিন পয়েন্ট সুরক্ষিত হয়।'' 

গত আইএসএলে চারটি গোল করেছিলেন মহেশ। দুটিতে অ্যাসিস্ট করেন। দীর্ঘদিন পরে গোল পাওয়া নিয়ে নাওরেম মহেশ বলেন, ''এখন আমাকে বেশিরভাগই মাঝমাঠে খেলতে হয়। ফলে গোল থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। এই ম্যাচে আমি ১০-১৫ মিনিট উইংয়ে খেলেছিলাম। তাই গোলটা পেলাম।'' 

সল ক্রেসপোর গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মহেশ। তাঁর মতে, সল যখন মাঠে আসে, তখন মহমেডান আধিপত্য বিস্তার করছিল এবং আমরা ওদের বক্সের কাছে পৌঁছতে পারছিলাম না। তবে আমাদের ম্যাচটা শেষ করতে আরও গোল দরকার ছিল। কারণ, এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করে। সেই সময় সল গোল করায় আমরা অনেকটা এগিয়ে যাই। তাও ওরা গোল করে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে, যা ডেভিডের গোলের পরে আর ওদের পক্ষে সম্ভব হয়নি।'' 

সেরা ছয়ে থাকার সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে মহেশ বলছেন, ''প্লে অফে ওঠার সম্ভাবনা আমাদের আছে। তবে পুরোটাই আমাদের হাতে নেই। আমরা তো বাকি সব ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব। তবে সেরা ছয়ে থাকা দলগুলো পয়েন্ট না খোয়ালে, আমাদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তবে আমাদের যথাসাধ্য চেষ্টা করতেই হবে।'' 


NaoremMaheshEastBengalMohammedanSporting

নানান খবর

নানান খবর

ব্যর্থ হলেও রাসেলের হয়েই ব্যাট ধরলেন ব্রাভো, তোপ দাগলেন এই ক্রিকেটারদের উপর

ইউরোয় জাত চেনানো ইয়ামাল পেলেন এই সম্মান, রেকর্ড গড়লেন বাইলস

দেশকে আরও একবার গর্বিত করলেন বুমরা-মান্ধানা, ক্রিকেটের বাইবেলের বিচারে বর্ষসেরা হলেন দুই ভারতীয়

ইডেনে কেকেআর ম্যাচে নিষিদ্ধ ডুল ও ভোগলে!‌ বিতর্কের মাঝে কী বললেন হর্ষ জানুন

ছাত্র দেশের হয়ে খেলুক, এই স্বপ্নই দেখছেন বৈভবের ছোটবেলার কোচ 

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া