শনিবার ১৫ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

IC of Kandi PS organised a marriage ceremony for a orphan girl

রাজ্য | 'মেয়ের' বিয়ে দিতে থানার ভোল পাল্টে দিলেন ভারপ্রাপ্ত আধিকারিক, তারিফ করে গেলেন ঊর্দ্ধতন কর্তারা

AD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২১Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: এক ঝলক দেখলে মনে হবে যেন পাঁচতারা কোনও বিয়েবাড়ি।  'মেয়ের' বিয়ে দিতে একদিনের জন্য মুর্শিদাবাদের কান্দি থানার ভোল পাল্টে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা। তবে 'ব্যক্তিগত' কাজে থানায় বিয়ের আসর বসালেও স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা সেই বিয়েতে পাত পেড়ে খেয়ে গেলেন আর প্রশংসা করে গেলেন মৃণালে। রবিবার দুপুরের এমন এক অবাক কাণ্ডে শোরগোল পরে গিয়েছে জেলা জুড়ে। 

থানায় বিয়ের আসর বসানোর প্রস্তুতি শুরু প্রায় দিন ১০-১২ আগে। সেদিন কান্দি থানার 'পেট্রলিং ডিউটি'তে থাকা কয়েকজন আধিকারিক লক্ষ্য করেন কিছু ব্যক্তি কান্দির বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এক অনাথ মেয়ের বিয়ে দেওয়ার নাম করে টাকা তুলছেন। থানার বড়বাবুর কানে ঘটনার খবর যেতেই ডেকে পাঠান তাঁদের সকলকে। গোটা ঘটনা শোনার পর মৃণাল সিদ্ধান্ত নেন অনাথ মেয়ের বাবা হবেন তিনি। বিয়ের আসর বসবে তাঁর কর্মক্ষেত্র কান্দি থানায়। গোটা ঘটনার কথা নিজের ঊর্ধ্বতন আধিকারিকদের জানাতেই মিলে যায় তাঁদের অনুমোদন। 

খড়গ্রাম থানার সুরখালি এলাকার বাসিন্দা সারজিনা খাতুন। মাত্র চার বছর বয়সে হারিয়েছিলেন নিজের মাকে। তারপর থেকে বাবা ভিক্ষে করে সংসার চালাতেন। বছর তিনেক আগে বাবাও মারা যান। তারপর থেকে পিসির বাড়িতেই থাকছিলেন সারজিনা। খড়গ্রামের সুন্দরপুরে সার্জিনার বিয়ে ঠিক হলেও অর্থের অভাবে তাঁর পরিবারের লোকজন বিয়ের আয়োজন করতে পারছিলেন না। 

দিয়ারুল শেখ নামে খরগ্রাম থানার এক ব্যক্তি বলেন, ''সুন্দরপুরের এক যুবকের সঙ্গে সারজিনার বিয়ে ঠিক হয়েছিল। আমরা গ্রামবাসীরা এই বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিলাম। কান্দি থানার আইসি মৃণাল সিনহা গোটা বিষয়টি জানার পর আমাদেরকে কারও কাছ থেকে টাকা তুলতে বারণ করেন। তিনি বলেন, সারজিনার বাবা হয়ে তিনি বিয়ের সমস্ত আয়োজন করবেন এবং কন্যাদান করবেন।''
 
একমাত্র মেয়ের বিয়ের জন্য আজ সকাল থেকে খাকি পোশাক ছেড়ে নীলের উপর সাদা চিকনের কাজ করা পাঞ্জাবি এবং ধুতি পড়ে 'কন্যাদায়গ্রস্ত' পিতার মত ঘুরে ঘুরে জামাই বাড়ির লোকেদের সব কিছু নিজে তদারকি করেছেন মৃণাল। বিয়ের আসরে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল খান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক-সহ পুলিশ প্রশাসনের আরও একাধিক শীর্ষ আধিকারিক।  সকলেই দু'হাত তুলে আশীর্বাদ করে গেছেন নবদম্পতিকে আর আকুন্ঠ প্রশংসা করেছেন এই অভিনব উদ্যোগের। রবিবার 'বাবা' হিসেবে 'মেয়ের' বিয়েতে নতুন জামাইকে উপহার দিয়েছেন নতুন খাট, বিছানা, আসবাবপত্র, টিভি, ফ্রিজ ,আলমারি এবং বেশ কিছু সোনার গয়না। বিয়ের সকালে আমন্ত্রিতদের জন্য ছিল কচুরি, মিষ্টি, আলুর দম। দুপুরে কব্জি ডুবিয়ে সকলে খেয়েছেন খাসির মাংস দিয়ে ভাত, দই, মিষ্টি, আইসক্রিম, চিংড়ি মাছের মালাইকারি সহ একাধিক পদ। 

তবে অশ্রুসজল নয়নে 'কন্যা'কে বিদায় দেওয়ার পর আলাদা করে কিছু বলতে রাজি হননি আইসি মৃণাল সিনহা। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, ''আমরা নবদম্পতিকে আশীর্বাদ করলাম। তাঁদের যে কোনও অসুবিধায় পুলিশ প্রশাসন এবং আমরা সর্বদা পাশে থাকব।''

'বাবা'কে একটু আড়াল করে সারজিনা নিজের চোখের জল মুছে বলেন, ''কান্দি থানার আইসি আজ 'বাবা' হিসেবে আমার কন্যাদান করেছেন। বিয়েতে উপহার দিয়ে ভরিয়ে দিয়েছেন। স্বপ্নেও কোনও দিন ভাবিনি এত বড় করে আমার বিয়ে হবে।''


MarriageKandiKandiPoliceStation

নানান খবর

নানান খবর

এমনও হতে পারে!‌ চার বছরের শিশুকন্যাকে আছড়ে মারার পর নদীতে ফেলে দিল বাবা

আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, ক্ষোভ-বিক্ষোভ আসানসোলে, গ্রেপ্তার এক

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে

ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিলিগুড়ির রায়পাড়ায় পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন

রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারখানা, কলকাতা এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা

নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, বিস্ফোরক অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে, জলপাইগুড়িতে চাঞ্চল্য 

দোল উৎসব উপলক্ষে নিরামিষ খাওয়ার নিদান নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের, শুরু রাজনৈতিক তরজা

দোলের দিন এই শাখায় চলবে না মেট্রো, পরিবর্তন হয়েছে টাইম টেবিলেও, জানুন বিস্তারিত

'মারধোর করে মাঝরাতে বের করে দিল বাড়ি থেকে', ছেলের শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ দম্পতি 

দফায় দফায় ছাত্র সংঘর্ষ, ক্রিকেট ম্যাচ দেখানো ঘিরে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

কোন্নগরে দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি, ধৃত এক

ব্যবসায়ীর জুতো সরিয়ে রেখে অভিনব কায়দায় ক্যাশবাক্স লুট! 

জমি ঘিরে বিবাদ, ইট-হাতুড়ি দিয়ে প্রৌঢ়কে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া