আজকাল ওয়েবডেস্ক: বোমা ফাটাল টেসলা কর্তা তথা ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগ (DOGE)। ভারতের নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নাকি আমেরিকার তরফ থেকে  ২১ মিলিয়ন ডলার খরচ করা হয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই মার্কিন করদাতাদের এই টাকা খরচ বন্ধ করা হবে বলে জানিয়ে দিলেন ইলন মাস্ক। 

শুধু ভারত নয়, এই ধরনের নানা 'প্রকল্পে' বাংলাদেশ, নেপাল-সহ আফ্রিকা মহাদেশের বহু দেশে মার্কিন করদাতাদের কয়েক কোটি ডলার খরচ করা হত বলে দাবি করা হয়েছে আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের (DOGE) তরফ।

ইলন মাস্ক নেতৃত্বাদীন DOGE-এর যুক্তি মার্কিন করদাতাদের অর্থ মার্কিন উন্নয়নের কাজেই খরবচ হবে। সংস্থার প্রশ্ন, মার্কিন করদাতাদের অর্থ কেন বিদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যবহার করা হবে? 

?ref_src=twsrc%5Etfw">February 15, 2025

আমেরিকর ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের প্রতিক্রিয়ার পরই তেড়েফুড়ে উঠেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'ভোটের হার বৃদ্ধি করতে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ?এটা নিশ্চিত ভাবে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ। এর থেকে কারা লাভবান হচ্ছে? নিশ্চিত ভাবে শাসকদল তো নয়।' 

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের রিপোর্ট উদ্ধৃত করে অমিত মালব্যের আরও অভিযোগ যে, ওপেন সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, ওসিসিআরপি-র মতো 'প্রক্সি'র মাধ্যমে ভারত নিয়ে 'ভুয়ো প্রচার' করছিলেন জর্জ সোরোস। এই নিয়ে বাইডেন জমানায় বিজেপি একটি দীর্ঘ পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে আক্রমণ শানিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।

মালব্যের দাবি, "আবারও, কংগ্রেস দল এবং গান্ধীদের একজন পরিচিত সহযোগী জর্জ সোরোসের ছায়া আমাদের নির্বাচনী প্রক্রিয়ার উপর ছড়িয়ে পড়েছে।" বিজেপির জাতীয় মুখপাত্রের মতে, কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ সরকার জাতির স্বার্থ বিরোধী শক্তি, যারা প্রতিটি সুযোগে ভারতকে দুর্বল করতে চায়, সেরকম শক্তিগুলিকে পরিকল্পিতভাবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপে সহায়তা করছে।"

 

?ref_src=twsrc%5Etfw">February 15, 2025