বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Darjeeling: দার্জিলিং পর্যটনের সুনাম অক্ষুন্ন রাখতে মরিয়া পর্যটন ব্যবসায়ীরা

Rajat Bose | ১৪ ডিসেম্বর ২০২৩ ০৪ : ০৫Rajat Bose


অলক সরকার, শিলিগুড়ি: ‌পর্যটনই দার্জিলিং ও কালিম্পংয়ের ভিত্তি। পর্যটনকে ঘিরেই বাংলার এই পাহাড়ি এলাকায় কোটি কোটি টাকার ব্যবসা হয়। ফলে সেই পর্যটনকে আরও চাঙ্গা করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি সদা তৎপর। কিন্তু সমস্ত নজরদারির ফাঁক গলে মাঝে মাঝেই এমন কিছু সমস্যা দানা বাঁধে, যাতে করে এলাকার পর্যটন ব্যবসা নিয়ে আশঙ্কা দানা বাঁধতে শুরু করে। তেমনি এক নতুন সমস্যা নিয়ে রীতিমতো অতিষ্ট পর্যটন ব্যবসায়ী মহল। আর সেটি হল ‘‌দাদাগিরি’‌। পাহাড় সমতল জুড়ে ছোট ছোট সিন্ডিকেটের দাপাদাপি। যাদের হুমকিতে দার্জিলিং, কালিম্পঙে পর্যটক নিয়ে যেতে ভয় পেতে শুরু করেছেন ‘‌টুরিস্ট ট্যাক্সি’‌র চালকেরা। ট্যাক্সি মালিকেরাও চালকের হাতে গাড়ি ছাড়তে সাহস করছেন না আর। বিষয়টি এতদিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবারে পর্যটন ব্যবসায়ীদের সংগঠনও ঘটনাটি নিয়ে সরব হতে শুরু করেছে। আপাতত জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলেও তাঁরা পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন।
 ট্যাক্সি সংগঠনের তরফে বাপন মণ্ডল জানান,‘‌আমরা সাইট সিন করানোর জন্য বৈধ পারমিট থাকা সত্ত্বেও, এমনকি অল বেঙ্গল পারমিট নিয়েও পর্যটকদের ঘোরাতে নিয়ে যেতে পারছি না। পাহাড়ের বিভিন্ন এলাকার স্থানীয় ৫–৭ জনের দল যেমন সমতলের গাড়িতে পর্যটক নিয়ে যেতে বাধা দিচ্ছে, তেমনি সমতলের বিভিন্ন এলাকায় গাড়ি পিছু ৫০০ বা ১০০০ টাকা দাবি করছে। দাবি না মানলে হুমকি এমনকি মারধরের ঘটনাও ঘটানো হচ্ছে। এতে করে আমাদের ব্যবসা নষ্ট হবার পাশাপাশি সামগ্রিকভাবে পর্যটনে একটা বাজে প্রভাব পড়ছে।’‌ ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (‌এতোয়া)‌ এর সম্পাদক সন্দীপন ঘোষ ও সভাপতি দেবাশিস মৈত্র জানান, ‘‌বাইরের পর্যটক এই স্থানীয় ঝামেলায় হয়রানির মুখে পড়ছেন। এমন চলতে থাকলে বাইরের পর্যটক আসাই বন্ধ হয়ে যাবে।’‌ আরেক পর্যটন ব্যবসায়ী সুব্রত মজুমদার জানান, ‘‌শুধু যে আমরা সিন্ডিকেটের দাদাগিরির সম্মুখীন হচ্ছি তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে পুলিশের কিছু আধিকারিকের হয়রানির মুখেও পড়তে হচ্ছে। অকারণে গাড়ির নামে কেস করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের বার্ষিক ৫০ হাজারের কাছাকাছি বিমা, ২৫,২০০ টাকার মতো রোড ট্যাক্স দিতে হয়। এরপর এত গাড়ি চালাতে না পারলে ঋণ নিয়ে গাড়ি কেনা মানুষেরা তো পথে বসবে।’‌ ফলে এই সমস্যার দ্রুত নিস্পত্তি চাইছেন পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ও টুরিস্ট ট্যাক্সি চালক ও মালিকেরা। জানা গেছে, পর্যটন মরসুমে এই সমস্যা কম থাকে, যখন পর্যটক বেশি থাকে না তখন এসবের দাপাদাপি বাড়ে। দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ‘‌এই বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’‌




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



12 23