সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৫৯
ওড়িশা, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলাতেও আয়কর হানা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা। বুধবার ভোর পাঁচটা নাগাদ আসানসোলের বার্নপুরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। একযোগে তল্লাশি চলছে বার্নপুরের ধরমপুরে অবস্থিত ইমতিয়াজ আহমেদের বাড়িতেও। লোহার ব্যবসার সঙ্গে যুক্ত সোহরাব ও ইমতিয়াজ। সোহরাব আলি রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক। তাঁর স্ত্রী নার্গিস বানো বর্তমানে আসানসোল পুরনিগমের কাউন্সিলর।