রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্য তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়াই করে দুই তৃতীয়াংশ আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে জয় নিষ্কণ্টক এবং সুনিশ্চিত করতে দলের বিধায়কদেরকে একাধিক নির্দেশ দিয়েছেন। আগামী বছরের নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যে যে সমস্ত বিধায়ক নিজেদের এলাকায় ব্লক বা অন্য শাখা সংগঠনে কোনও কমিটিতে পরিবর্তন করতে চান তাঁদের নতুন নামের তালিকা আগামী ২৫ তারিখের মধ্যে বিধায়ক তথা রাজ্যের মধ্যে অরূপ বিশ্বাসের কাছে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই নির্দেশের পরই মুর্শিদাবাদ জেলার একাধিক বিধায়ক নিজেদের এলাকায় ব্লক এবং অন্যান্য কিছু শাখা সংগঠনের পরিবর্তন চেয়ে নতুন তালিকা অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে চলেছেন।
মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে ভরতপুর ১ এবং ২ নম্বর ব্লকের সভাপতি যথাক্রমে মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টারজানের সঙ্গে বিধায়ক হুমায়ুন কবিরের 'ঠান্ডা লড়াই' চলছে। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিধায়কের সঙ্গে দলের ব্লক সভাপতির মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। হুমায়ুন কবীর বলেন, 'দলের ভাল ফলাফল সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী সাংগঠনিক যে পরিবর্তনের কথা বলেছেন এটার জন্যই আমি গত দেড় বছর ধরে লড়াই করেছিলাম। রাজ্যের বেশিরভাগ জায়গায় বিধায়কের ইচ্ছাতেই ব্লক সভাপতি মনোনীত হন। কিন্তু আমার বিধানসভা ক্ষেত্রেই কেবল তার ব্যতিক্রম রয়েছে।'
তিনি জানান, 'দুই ব্লক সভাপতি দীর্ঘদিন আমার বিরুদ্ধে কাজ করে চলেছেন। আগামী ১৭ তারিখের মধ্যে আমি নতুন কমিটির তালিকা অরূপ বিশ্বাসের হাতে তুলে দেব।'
সম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ। এবার সেখানেও দলের ব্লক সভাপতি বদলের দাবি তুলতে চলেছেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান। তিনি বলেন, 'দলের ভালর জন্যই দিদি, বিধায়কদের সংগঠনে কিছু পরিবর্তনের জন্য (যদি প্রয়োজন হয়) কিছু নাম চেয়েছেন। আমার এলাকার ব্লক সভাপতি আমার সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই নিজের খুশি মতো দল চালাচ্ছেন।। তাই ব্লক সভাপতির পরিবর্তন ছাড়াও আরও কিছু ক্ষেত্রে আমি পরিবর্তনের দাবি জানিয়ে নতুন তালিকা রাজ্য নেতৃত্বের হাতে তুলে দেব।'
পরিবর্তনের সম্ভবনা রয়েছে সাগরদিঘি ব্লকেও। সেখানে স্থানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের সঙ্গে দলের ব্লক সভাপতি নূরে মেহবুব আলমের সম্পর্ক গত বেশ কয়েকমাস ধরে তলানিতে এসে ঠেকেছে। তৃণমূল দলের 'এক ব্যক্তি, এক পদ' এবং দলে 'পুরানো'দের গুরুত্ব বৃদ্ধির জন্য আরও কয়েকটি ব্লকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে।
দলের পরিষদীয় বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলার একাধিক তৃণমূল বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী গতকালকের বৈঠকে যে ইঙ্গিত দিয়েছেন তাতে আমাদের মনে হয়েছে কেবলমাত্র দলের ব্লক সভাপতি নয় আরও একাধিক শাখা সংগঠনে মুর্শিদাবাদ জেলায় দ্রুত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনি করবেন।
প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনে ২২ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলায় ২০ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। দু'টি আসন দখল করে বিজেপি। দলের সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ব্লক সংগঠন ছাড়াও যুব, মহিলা, ছাত্র এবং কিষান মোর্চাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনে আসতে চলেছে বলে তৃণমূল সূত্রের খবর।
নানান খবর
নানান খবর

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?