সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আমেরিকার আদালত। ঘুষ দিয়ে সরকারি প্রকল্পের বরাত হাসিল করা নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু প্রেসিডেন্ট্রের কুর্সিতে ট্রাম্প বসতেই বড় স্বস্তি আদানির। ঘুষ দেওয়াকে এবার আইনত বৈধ করে তুলতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, বেশি নিষেধাজ্ঞা থাকলে আমেরিকার সংস্থাগুলি অসুবিধার সম্মুখীন হবে। ফলে ঘুষ-বিরোধী আইন প্রত্যাহারের জন্য নির্দেশে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কী নির্দেশ ট্রাম্পের?
পাশাপাশি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট-এর আওতায় যেন পদক্ষেপ করা না হয়। নয়া আইন চালু না হওয়া পর্যন্ত ঘুষ দেওয়ার অভিযোগে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই মুহূর্তে যাঁদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে যাঁদের বিরুদ্ধে, বা অতীতে যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত বিষয়গুলি নতুন করে পর্যালোচনা করা হবে।
কোন আইন কার্যকর ছিল?
কোনও সংস্থা বা ব্যক্তি যাঁর সঙ্গে আমেরিকার সংস্থাগুলির সংযোগ রয়েছে, অন্য কোনও দেশের সরকারি আধিকারিকদের ঘুষ বা দামি উপহার দিয়ে বরাত হাসিল করায় নিষেধাজ্ঞা ছিল। ঘুষ দেওয়ার প্রমাণ মিললে কোটি কোটি টাকা জরিমানা করার নিদানও ছিল। আমেরিকার বিচার বিভাগ পদক্ষেপও করতে পারত। প্রথমবার আমেরিকার মসনদে বসেই সেই আইন বাতিল করতে মরিয়া ছিলেন ট্রাম্প। সেবার অবশ্য সফল হয়নি, এবার ওই আইন বাতিল করতে নির্দেশ দিলেন তিনি।
কী যুক্তি ট্রাম্প প্রশাসনের?
ট্রাম্প সরকারের মতে, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্টে বহু নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাকিরা যে সব কাজ অনায়াসে করতে পারে, আমেরিকার সংস্থাগুলির তা করার অনুমতি নেই। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়। আদতে এতে আমেরিকার সংস্থাগুলিরই ক্ষতি। ট্রাম্পের বক্তব্য, "শুনতে ভাল লাগলেও, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট হল বিপর্যয়। এই আইনের জন্য আমেরিকার সঙ্গে কেউ ব্যবসা করতে চায় না। কোনও আমেরিকান যদি বিদেশের কোনও দেশে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে তদন্ত শুরু হতে পারে। এতে আমেরিকার সঙ্গে ব্যবসা করতেই রাজি হন না কেউ।"
কেন স্বস্তিতে গৌতম আদানি?
ট্রাম্পের এই নির্দেশ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার জন্য অত্যন্ত স্বস্তির। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে, আমেরিকা থেকে তোলা টাকায় ভারতের একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত হাসিল করাহয়েছিল। ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফলে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর এবং সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় আমেরিকায়। বিনিয়োগকারীদের টাকায় ঘুষ দেওয়ার বিষয়টি তাঁরা চেপে যান বলে অভিযোগ ওঠে।
এর পাল্টা আদানি গোষ্ঠীর দাবিন ছিল, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আসলে 'ভারতকে বদনামের চেষ্টা'। আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে ক্ষতি হয়। এবার সেই ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনই বাতিলের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
নানান খবর
নানান খবর

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?