রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ৫ ফেব্রুয়ারি অ্যাপোলো হসপিটাল গ্রুপ আয়োজিত 'অ্যাপোলো এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে ‘ইয়াং ক্লিনিশিয়ন অ্যাওয়ার্ড’- এ ভূষিত হলেন প্রফেসর শুভদীপ চক্রবর্তী। চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় চিকিৎসক একজন ‘কনসালট্যান্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট’ এবং ‘রোবোটিক সার্জন’। পাশাপাশি তিনি অ্যাপোলো মাল্টি-স্পেশালিটি হাসপাতালের কলকাতার সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান। কনিষ্ঠতম চিকিৎসক হিসাবে এই বিরল সম্মান পেলেন শুভদীপ চক্রবর্তী। বার্ষিক এই অনুষ্ঠানে অ্যাপোলো লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, অ্যাপোলো ইয়াং প্রমিসিং ক্লিনিশিয়ান অ্যাওয়ার্ডস, অ্যাপোলো ইয়াং ক্লিনিশিয়ান অ্যাওয়ার্ডস, অ্যাপোলো ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ডস, অ্যাপোলো ইনোভেটর অ্যাওয়ার্ডস- এর মতো বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রসিদ্ধ ইয়নসেই বিশ্ববিদ্যালয় থেকে রোবটিক সার্জারির প্রশিক্ষণ নিয়েছেন চিকিৎসক। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে ১০৫১ টি অস্ত্রোপচার করেছেন তিনি। সেখানে রোগীমৃত্যুর হার মাত্র ০.০০৩ শতাংশ।
টিএনবিসি স্তন ক্যানসার রোগীর রিস্ক রিডাকশন বাইল্যাটেরাল মাস্টেক্টমি এবং সালফিঙ্গো-ওফেরেকটোমির মতো অস্ত্রোপচার পূর্ব ভারতে প্রথমবার করেন শুভদীপ চক্রবর্তী। পূর্ব ভারতে রোবোটিক থাইরয়েডেক্টমির জন্য ‘বিএবিএ’ কৌশলও চালু হয়েছে তাঁর হাত ধরেই।
স্তন এবং এন্ডোমিট্রিরিয়াল ক্যানসারের জন্য এএমএইচএল কলকাতায় আইসিজি ডাই বেসড সেন্টিনেল লিম্ফ নোড বায়পসি(এসএলএনবি) প্রচলন করেন তিনি।
অত্যধিক স্থূলতার আক্রান্ত এক রোগীর স্থানীয় আনাস্থেসিয়ার মাধ্যমে ব্রেস্ট কনসারভেশন সার্জারি এবং অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করেন চিকিৎসক। এটিও পূর্ব ভারতে প্রথম।
পূর্ব ভারতে প্লাস্টিক সার্জন ডাঃ আদিশ বসুর সঙ্গে হাত মিলিয়ে হাড়ের সিমেন্ট এবং প্রোলিন দিয়ে বুকের প্রাচীরের ইউইং সারকোমা পুনর্গঠনের জন্য প্রথম "স্যান্ডউইচ কৌশল" প্রবর্তন করেছেন ডা. চক্রবর্তী।
তাঁর নেতৃত্বে দু'জন অন্তঃসত্ত্বা স্তন ক্যানসার রোগীর চিকিৎসা করেন ডা. রমনা বন্দ্যোপাধ্যায়,ডা. পিএন মহাপাত্র, এবং ডা.সায়ন পাল।
প্লাস্টিক সার্জন ডাঃ সপ্তর্ষি ভট্টাচার্যর সঙ্গে পশ্চিমবঙ্গে বেসরকারী হাসপাতালে নিপল স্পেয়ারিং ম্যাস্টেক্টমির জন্য এডিএম পুনর্গঠনের প্রবর্তনও করেছেন ডা. চক্রবর্তী
একই অবস্থায় গত দু'বছরে থাইরয়েডের প্যাপিলারি কারসিনোমা এবং ব্রেস্ট কারসিনোমার অস্ত্রোপচারও করেছেন চিকিৎসক।
চিকিৎসক শুভদীপ চক্রবর্তী অ্যাপোলো হসপিটালস এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ফান্ডের অ্যাডজাঙ্কট প্রফেসর উপাধি পেয়েছেন ২০২৪ সালে। অ্যাপোলোর জাতীয় ডিজিজ ম্যানেজমেন্ট গ্রুপেরও অংশ তিনি।
রোগীর চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে তাই কলকাতা ছেড়ে চেন্নাইতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যেতে চাননি শুভদীপ। চিকিৎসকের এহেন সমর্পণের জন্যেই এই পুরস্কার বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার