বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০ : ২২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘যমালয়ে জীবন্ত ভানু’র পর ফের বড়পর্দায় হাসি-হুল্লোড়ের ছবি বড়পর্দায় আনছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবির নাম 'হাঙ্গামা ডট কম'। এই ছবিতে এক নয়, বরং দু'জোড়া নায়ক-নায়িকা! মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায়। আসলে এই ছবির পরতে পরতে 'ফ্যামিলি ড্রামা'র সঙ্গে যেন মোলায়েমভাবে মিশে রয়েছে বাঙাল-ঘটির লড়াই তেমন-ই এই দুই বাড়ির ছেলেমেয়ে পরস্পরের প্রেমে পড়লে তাঁদের কোন কোন বিষয়ে নাজেহাল হতে হয়, সেই ব্যাপারটিকেও মজার মোড়কে পেশ করা হয়েছে গোটা ছবি জুড়েই।
পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আজকাল ডট ইন-কে বললেন, “খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত হচ্ছেন বাঙালি ও ঘটি। প্রতিদিন বাজারে গিয়ে তাঁরা মুখোমুখি শুরু মানেই হট্টগোলের সূত্রপাত। ইস্টবেঙ্গল-মোহনবাগান থেকে ইলিশ-চিংড়ি, সবকিছুতেই নারদ-নারদ দু'জনের। রজতাভর দুই ছেলেমেয়ে হচ্ছে বনি এবং শ্রাবন্তী। অন্যদিকে, খরাজের দুই ছেলেমেয়ে ওম এবং কৌশানী। বুঝতেই পারছেন, ওম পড়বে শ্রাবন্তীর প্রেমে এবং এদিকে বনি পড়বে কৌশানীর প্রেমে। এবং তাঁদের সম্পর্ক যখন পথ চলা শুরু করেছে তখনও তাঁরা জানে না যে তাঁদের দুই বাড়ির কর্তারা একে অপরের প্রতি কতটা খাপ্পা। টের যখন পায়,ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। প্রথমে তাঁরা নিজেদের সম্পর্ক লুকিয়ে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যেদিন ধরা পড়ে...বুঝতেই পারছেন কোন পর্যায়ের হাঙ্গামা! ছাদনাতলায় পৌঁছনোর পাশাপাশি দুই পরিবারকে এক করার লক্ষ্যে কী কী ফন্দি-ফিকির বের করে তারা চারজন, তাই নিয়েই এগোবে গল্প।”
কৃষ্ণেন্দু আরও জানান, ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং সারা হয়েছিল বছর দুয়েক আগেই। তখন তিনি ‘যমালয়ে জীবন্ত ভানু’র চিত্রনাট্য লিখছেন। নানান কারণে মুক্তি পেতে একটু সমস্যা হয়েছিল। সেসব এখন মিটেছে। তাঁর কথায়, “আমি যে হাসির ছবি পছন্দ করি এবং বানাতে পছন্দ করি, এ তো আর নতুন কথা নয়। এটুকু বলতে পারি, হাঙ্গামা ডট কম অনাবিল মজার ছবি। কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হয়নি। স্ল্যাপস্টিক কমেডি ব্যাপারটাও যথাসম্ভব এড়িয়ে যাওয়া হয়েছে। এবং পুরো পরিবারের সব সদস্যরা একসঙ্গে বসে দেখতে পারবেন এই ছবি।”
আগামী মার্চে ঈদের আবহে বড়পর্দায় আসছে ‘হাঙ্গামা ডট কম’।
নানান খবর

নানান খবর

হরনাথ চক্রবর্তীর দাম্পত্যে ছন্দপতন! দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন পরিচালক

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন দেবলীনা, কেন? কী জানালেন আজকাল ডট ইন-কে?

রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত প্রতিযোগীর! ১৬ বছরের ছেলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেত্রী?

পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে হেমা মালিনী! কোন অভিযোগে বিপাকে পড়লেন 'ড্রিম গার্ল'?

নতুন অধ্যায়ের শুরুতে ব্যক্তিগত জীবনের কোন কথা প্রকাশ্যে আনলেন যিশু কন্যা?

সলমনের ছবির গান জিততে পারত অস্কার! সুভাষ ঘাইয়ের 'দোষে' কীভাবে ফস্কেছিল সেই সুযোগ?

প্রেমিক দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন সৌরভ?

দেশের সর্বোচ্চ করদাতার তকমা পেলেন অমিতাভ বচ্চন! শাহরুখ-সলমনকে পিছনে ফেলে কর দিলেন কত কোটি টাকা?

ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চান টলিপাড়ার নায়ক-নায়িকা, জোড়া লাগবে কী জুটির প্রেম?

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব: নয়ের দশকের বলিউড কাঁপানো ত্রিকোণ প্রেমের রহস্য জানেন?

নাগার শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা! প্রাক্তন স্বামীকে নিয়ে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

রাকেশ রোশন নয়, কে পরিচালনা করবেন ‘কৃষ ৪’? প্রযোজনাতেও বড় বদল!

দোলে রং মাখানোর নামে অশ্লীল আচরণ! সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নায়িকার

শুটিং সেটে ভয় পেতে হবে! সৌরভ শুক্লকে নির্দেশ ছিল সলমনের সহকারীর, শুনেই কী করেছিলেন ‘টাইগার’?

'নায়ক' বদল 'গৃহপ্রবেশ'-এ! অন্যদিকে, 'ধ্রুব-জোনাকি'র সংসারে আসছে নতুন সদস্য! আর কী চমক থাকছে সপ্তাহভর?