রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১২Debosmita Mondal


মিল্টন সেন, হুগলি,৭ ফেব্রুয়ারি: খোদ দলীয় সভাপতির ঘরেই তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মীরা। জেলা এবং শাখা সংগঠনের কমিটি গঠন নিয়ে আবারও প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কোন্দল বাঁধল দলের যোগ্য কর্মীদের বাদ দেওয়া নিয়ে।

 

 

অভিযোগ, দলীয় কমিটিতে যোগ্য কর্মীদের পরিবর্তে অযোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার এই অভিযোগ তুলে বিজেপি সভাপতির ঘরে তালা মারলেন বিজেপির কর্মীরা। সারাদিন ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের অন্দরে চলল বিজেপি কর্মীদের বিক্ষোভ। 

 

 

শুক্রবার শ্রীরামপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কেএমশা স্ট্রিট এলাকায় রয়েছে বিজেপির তিনতলা জেলা কার্যালয়। সেখানেই দলীয় পতাকা, পোস্টার হাতে ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের একাংশকে। ওই ভবনের তিন তলায় শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদকের ঘর। সভাপতির অবর্তমানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সভাপতির সেই ঘরে তালা ঝুলিয়ে দেন। 

 

 

 

এই প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সুমিতা পাত্র, অসীম সাহাদের অভিযোগ, যারা পুরনো কর্মী যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ময়দানে নেমে কাজ করতে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁদেরকে সরিয়ে রেখে যাঁরা জেলা সভাপতির কাছের লোক, তাঁদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাইয়ে দেওয়া হচ্ছে নানান দলীয় পদ। তাঁদের অভিযোগ সভাপতি হিসেবে মোহন আদক নিজেই অযোগ্য। গত লোকসভা নির্বাচনে কবীর শংকর বোসকে প্রার্থী করা হয়েছিল। তাঁকেও কোনও কমিটিতে রাখেননি সভাপতি। অবৈধভাবে দলের কার্যকর্তা নির্বাচন করা হচ্ছে। এই নির্বাচন তাঁরা মানছেন না। তাঁদের দাবি, দলীয় সমস্ত সদস্যদের মতামত সাপেক্ষে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, দলের নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই নির্বাচন প্রক্রিয়ায় জেলা সভাপতির নাকি কোনও ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসাররাই বিষয়টি দেখছেন। দলীয় কর্মীরা যদি সঙ্ঘবদ্ধ না থাকত, তাহলে ৭৪ হাজার সদস্য সংগ্রহ করা সম্ভব হত না। 

 

 

কারা বিক্ষোভ দেখিয়েছেন? কারা তালা মেরেছেন? তিনি জানেন না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, তারা বিজেপির কেউ নন। কারণ বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁই। তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি দলের জেলায় সংগঠন বলতে কিছুই নেই। যোগ্য অযোগ্য গুরুত্ব দেওয়া, না দেওয়া এ সবই ভাঁওতা। আসলে ওদের মধ্যে গোলমাল ভাগ বাটোয়ারা নিয়ে। কারণ, সকলেই জানে বিজেপি চরম সাম্প্রদায়িক দল। সন্ত্রাসবাদীদের দল। ভাঁওতাবাজ, গুন্ডা, তোলাবাজদের দল। খোঁজ নিলেই দেখা যাবে, ভাগ বাটোয়ারার সমস্যার কারণেই হয়তো দলীয় সভাপতির ঘরে তালা মেরেছেন কর্মীরা।

ছবি: পার্থ রাহা।


InternalConflictHooghlyBjp

নানান খবর

নানান খবর

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া