রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৩২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মশার মতো এমন মাত্রাহীন ‘ভালবাসা’ আর কেউ বাসে কি না সন্দেহ। চায়ের দোকানে বসলেন একটু গল্প করবেন বলে, বলা নেই কওয়া নেই, পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল এক ঝাঁক মশা। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন, এমন জায়গায় কামড়ালো যে জনসমক্ষে চুলকানো পর্যন্ত যাবে না। কিন্তু খেয়াল করেছেন কি মশার এই আকর্ষণ সবার প্রতি সমান নয়? বিজ্ঞান বলছে, মশা কাউকে বেশি কামড়ায়, কাউকে কম। কিন্তু কেন এমন ‘বৈষম্য’? জেনে নেওয়া যাক মশা কাদের বেশি কামড়ায়?
বিশেষ কিছু কিছু গ্যাসের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। তেমনই একটি গ্যাস কার্বন ডাই অক্সাইড। তাই যাঁদের দেহ থেকে এই গ্যাস বেশি পরিমাণে নির্গত হয়, তাঁরা বেশি মশার কামড় খান। কিন্তু কাদের দেহ থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? বিজ্ঞান বলছে, যাঁদের দেহে বিপাক হার বেশি তাঁরা তুলনামূলক ভাবে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত করেন। অন্তঃসত্ত্বা মহিলাদের মশা বেশি কামড়ায়, কারণ তাদের শরীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। পাশাপাশি, অত্যধিক শরীরচর্চা করার পরেও বেশি পরিমাণে এই গ্যাস নির্গত হতে পারে। একই কথা প্রযোজ্য সুরাপ্রেমীদের জন্যেও। মদ্যপান করলে দেহ থেকে ইথানলের গন্ধ আসে। সেই গন্ধে আকৃষ্ট হয় মশারা।
কিছু গবেষণায় দেখা গেছে, যাঁদের দেহে 'ও' গ্রুপের রক্ত, তাঁদের মশা বেশি কামড়ায়। তবে অন্যান্য গ্রুপের রক্তের ব্যক্তিদের যে মশা কামড়ায় না, তা নয়।
ত্বকের গন্ধের উপরেও কিছুটা নির্ভর করে মশার কামড় খাওয়ার বিষয়টি। মানুষের ত্বকে কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যাতে মশা আকৃষ্ট হয়। পাশাপাশি, যাঁদের শরীর বেশি ঘামে, তাঁদের মশা বেশি কামড়ায়। ঘামে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা মশা পছন্দ করে।
এ ছাড়া গাঢ় রঙের পোশাক পরলে বেশি মশার কামড় খেতে হতে পারে। কালো বা নীল রং মশা বেশি পছন্দ করে।
তবে কারণ যা-ই হোক না কেন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে ব্যক্তিগত সাবধানতা অবলম্বন করা ছাড়া গতি নেই।
নানান খবর
নানান খবর

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার