বুধবার ১২ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর মরিয়া চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ জানিয়ে দিলেন, সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত শুধুমাত্র একটা টুর্নামেন্টের জন্য তাড়াহুড়ো করা উচিত হবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলেই ধারণা শাস্ত্রীর। অতীতে চোটের ইতিহাস অনুযায়ী, বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব সন্তর্পনে করতে হবে। কোহলিদের প্রাক্তন কোচ জানান, সামনে ভারতীয় দলের ঠাসা সূচি রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র একটা টুর্নামেন্টের জন্য বুমরাকে নিয়ে ঝুঁকি নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। রবি শাস্ত্রী বলেন, 'আমার মতে খুব ঝুঁকি নেওয়া হয়ে যাবে। সামনে ভারতীয় দলের ঠাসা সূচি। ক্রিকেটজীবনের এই পর্যায় শুধুমাত্র একটা ম্যাচের জন্য ওকে নিয়ে এসে প্রত্যাশার বোঝা ছাপিয়ে দেওয়া ঠিক হবে না। সবাই ভাববে ও এসেই স্বমহিমায় ফিরবে। চোট থেকে ফিরে সঙ্গে সঙ্গে পারফর্ম করা সহজ নয়।'
কয়েকদিন আগে রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের সম্ভাব্য বিজয়ী বেছে নিয়েছিলেন। ভারত এবং অস্ট্রেলিয়া ছিল দুই ধারাভাষ্যকারের ফেভারিট। কিন্তু বুমরা না খেলতে পারলে, ভারতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন দুই প্রাক্তনী। রবি শাস্ত্রী বলেন, 'বুমরা সম্পূর্ণ ফিট না হলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা ৩০-৩৫ শতাংশ কমে যাবে। ও পুরো ফিট থাকলে, ডেথ ওভারগুলো নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে পুরো বিষয়টাই অন্যরকম হয়।' বুমরা খেলতে না পারলে ভারতের সম্ভাবনা কমবে মনে করলেও, মহম্মদ সামিকে নিয়ে আসার আলো দেখছেন। জানান, তাঁর ফিটনেস ইংল্যান্ড সিরিজে পরীক্ষিত হবে। বুমরার অনুপস্থিতিতে সামি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শাস্ত্রী বলেন, 'ভারত সামিকে তিনটে ম্যাচেই খেলবে, না শুধু প্রথম এবং তৃতীয় ম্যাচে খেলাবে সেটা দেখার অপেক্ষায় আছি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। চার ওভার বল করার সঙ্গে দশ ওভারের অনেক পার্থক্য আছে। তারপর ফিল্ডিং করতে পারে কিনা দেখতে হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামির পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন পন্টিং।
নানান খবর

নানান খবর

সাত সকালে শহরে রিঙ্কু সিং, বিকেলে যোগ দেবেন কেকেআরের প্র্যাকটিসে

বুমরার স্ত্রীকে স্ট্যাম্প রাহুলের, চ্যাম্পিয়ন্স ট্রফির পর কী এমন বললেন?

প্লে অফে মুম্বই, আইএসএলের সেমিতে কোন দলের মুখোমুখি হবে মোহনবাগান?

রোহিত-কোহলিদের সাফল্যে গর্বিত ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

কাল থেকে শুরু কেকেআরের প্রস্তুতি, সাফল্য ধরে রাখতে চান চন্দ্রকান্ত পণ্ডিত

কাল থেকে শুরু কেকেআরের প্রস্তুতি, সাফল্য ধরে রাখতে চান চন্দ্রকান্ত পণ্ডিত

মুম্বইয়ে ফিরলেন শুভমন গিল, বিমানবন্দরে সমর্থকদের ভিড়

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা হল না রোহিতের! ভারত থেকে আছেন ছয় জন

২০২৭ বিশ্বকাপে থাকবেন? বড় আপডেট দিলেন খোদ রোহিত

ভুলে যাওয়ার রোগ সারল না রোহিতের, এবার ভুলে গেলেন ট্রফি নিতেই

ভারতের বি টিমও ফাইনালে যেতে পারত, টিম ইন্ডিয়ার শক্তি মেনে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা

দেশে ফিরে মুম্বইয়ে শোভাযাত্রা করবেন রোহিত, কোহলিরা? এল মেগা আপডেট

তাহলে এবার কি অবসর! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন রোহিত

দুবাই আর অভিশপ্ত নয়, মরুশহরেই রোহিতের তুরুপের তাস হয়ে উঠলেন বরুণ

'নীরব নায়ক', পর্দার আড়ালে চুপিসারে আসল কাজ করলেন রাহুল

'কিছু দল জেতে ক্রীড়াসূচির সুবিধা নিয়ে', পাকিস্তানের ভারত আক্রমণ থামছেই না

নিন্দা, সমালোচনায় ঝরেছে রক্ত, কোহলি ফের বিরাট হয়ে উঠলেন মরুদেশে, বিরাট কোহলি হওয়া সহজ নয়