সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কেকেআরের রহস্য স্পিনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরাতে কোন দুই তারকার ওপর কোপ পড়তে পারে?

Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পারফরম্যান্স বরুণ চক্রবর্তীকে একদিনের দলে সুযোগ করে দিয়েছে। কেকেআরের রহস্য স্পিনারের মোমেন্টাম কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাঁকে নেওয়ার ভাবনা চলছে। আইসিসির মার্কি ইভেন্টের জন্য দলে চারজন স্পিনারের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। ১১ তারিখের মধ্যে দলে পরিবর্তন করা যাবে। শোনা যাচ্ছে, কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে ছেঁটে তাঁর জায়গায় বরুণকে নেওয়া হবে। তবে একদিনের ক্রিকেটে‌ তিনি কেমন পারফর্ম করেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন। কিন্তু তিন ম্যাচের একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি বরুণ। তবে মঙ্গলবার নাগপুরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। নেটে বলও করেন। 

দলের ট্রেনিং সেশনের পর সহ অধিনায়ক শুভমন গিল জানান, বরুণ চক্রবর্তী দলের অঙ্গ। গৌতম গম্ভীর চান, কেকেআরের রহস্য স্পিনার মোমেন্টাম ধরে রাখুক। তাই নেটে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থকে বল করতে দেখা যায় তাঁকে। ১১ তারিখের পর আর দলে কোনও পরিবর্তন করা যাবে না। টি-২০ সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়তে পারেন নাইটদের রহস্য স্পিনার। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলিয়ে পরখ করে নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজন ফিঙ্গার স্পিনার আছে। রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। একমাত্র রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ২০২৪ অক্টোবরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর এই প্রথম মাঠে ফিরবেন কুলদীপ। বোর্ডের এক কর্তা বলেন, 'এখনও পর্যন্ত একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বরুণ চক্রবর্তীকে নেটে বল করাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। বরুণ লাল বলের ক্রিকেটে খেলে না। সাদা বলের ঘরোয়া সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই আইপিএলের আগে ওর কোনও কাজ নেই। ও ভাল ছন্দে আছে। ওরা সেটা ধরে রাখতে চায়।' বোর্ডের সূত্র জানায়, টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণকে চাইলে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে কথা বলতে হবে। দলে দ্বিতীয় কোনও রিস্ট স্পিনার নেই। বরুণের ফর্ম তাঁর পক্ষে যেতে পারে। ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেনি রহস্য স্পিনার। তবে এখন অনেক উন্নতি করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচে সফল হন বরুণ। সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। 


Varun ChakravartyTeam IndiaChampions Trophy

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া