আজকাল ওয়েবডেস্ক: নাম্বার নাইন হিসেবে কীভাবে খেলতে হয়, রিয়াল মাদ্রিদে থাকলে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো সেটাই দেখিয়ে দিতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।
ছোটবেলা থেকেই পর্তুগিজ মহাতারকাকে আইডল বলে মনে করেন এমবাপে। সেই এমবাপে প্রসঙ্গে রোনাল্ডো বলছেন, ''আমিও ফরোয়ার্ড ছিলাম না। আমাকে অভ্যস্থ হতে হয়েছিল এই পজিশনে। আমি উইঙ্গার, মানুষ হয়তো সেটা ভুলেই গিয়েছে। আমার মতে এমবাপেও গতানুগতিক ফরোয়ার্ড নয়। ও যেভাবে খেলে সেভাবেই এগনো উচিত।''
বুধবারই চল্লিশে পা দেবেন রোনাল্ডো। অথচ এখনও গোল করেই চলেছেন তিনি। ধীরে ধীরে হাজার গোলের দিকে এগোচ্ছেন তিনি। সেই রোনাল্ডোই রিয়াল মাদ্রিদ ভক্তরদের উদ্দেশে বলছেন, ''এই ছেলেটাকে দেখে রেখো। ভক্তদেরও ওকে দেখে রাখা উচিত। এমবাপে দুর্দান্ত প্লেয়ার। মাদ্রিদ ভক্তদের ও খুশি করতে পারবে। ক্লাবেরও ওকে রক্ষা করা উচিত।''
রিয়ালে কেরিয়ারের গোড়ার দিকে গোল পাচ্ছিলেন না এমবাপে। কিন্তু ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন তিনি। এমবাপে প্রসঙ্গে রোনাল্ডো বলছেন, ''আমি এমবাপেকে পছন্দ করি। ছোটবেলা থেকে আমাকে আদর্শ হিসেবে দেখতো, তার জন্য নয়। আমার মতে এমবাপে দুর্দান্ত একজন ফুটবলার।''
