রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ জানুয়ারী ২০২৫ ১৫ : ০৭Riya Patra
মিল্টন সেন,হুগলি: কলকাতার বুকে র্যাস ড্রাইভিং রুখতে অ্যাপ চালু করা হয়েছে। তারপরেও বেপরোয়া গাড়ি চালালে প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই স্পিড ম্যানেজমেন্ট পলিসি কার্যকর করা হয়েছে। গতি নিয়ন্ত্রণের সেই নির্দেশিকা সারা রাজ্যে বলবৎও করা হয়েছে। রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হলেও, সাধারণ মানুষের সেই নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। শুক্রবার চুঁচুড়ায় 'রোড সেফটি মেলা ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেছেন, পথ দুর্ঘটনায় মৃত্যু রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গত ২০১৬ সালের ৮ জুলাই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা হয়। পরবর্তী সময়ে এই কর্মসূচির মাধ্যমে অধিকাংশ পথচারী এবং গাড়ি চালকদের সচেতন করা সম্ভব হয়েছে। দূর্ঘটনা অনেকাংশেই কমেছে। তবুও দূর্ঘটনা ঘটছে। কারণ, মানুষের জীবন যাত্রায় গতি এসেছে। মানুষ চেষ্টা করছে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে। ভারতের একাধিক রাজ্যে এখনও পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এরাজ্যের তুলনায় অনেকটাই বেশি। তবু দুর্ঘটনা কমাতে তৎপর রাজ্য সরকার।
এদিন সকালে শোভাযাত্রা, স্বাস্থ্য পরীক্ষা থেকে পথ নিরাপত্তা নিয়ে স্লোগান, হেলমেট বিতরণের মধ্য দিয়ে মহা সাড়ম্বরে উদ্বোধন হয় 'রোড সেফটি মেলা ২০২৫'-এর। চুঁচুড়া গোর্খা গ্রাউন্ডে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, এডিএম (ডি)অমৃতেন্দু পাল, এডিএম (জি)তরুণ ভট্টাচার্য্য, পরিবহন আধিকারিক শুভাশীষ ঘোষ, পরিবহন বোর্ডের মেম্বার বিকাশ রায়, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রমুখ।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন’, সকলের জেনে রাখা দরকার প্রথমত ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা গাড়ি চালানো উচিত নয়। অনেকে আবার মাদকাসক্ত হয়ে গাড়ি চালিয়ে থাকেন। এগুলি আইনত অপরাধ। মনে রাখতে হবে, রোগ ব্যাধিতে নয়, দেশে সব থেকে বেশি মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। একাধিক হাই স্পিড বাইক এসেছে দেশের বাজারে। জোরে বাইক চালানোর মতো ফাঁকা রাস্তা নেই। অথচ জোরে গাড়ি চালানোর চেষ্টা, বিপদ ডেকে আনছে।‘ উপস্থিত ছাত্র ছাত্রীদের বলেন, ‘সকলকে বলতে হবে গাড়ি আস্তে চালাতে হবে। হেলমেট পরতে হবে।‘ এদিন সকালে ডিআই অফিস ময়দান থেকে জেলা শাসকের অফিস শোভাযাত্রা হয়। আয়োজিত পথ নিরাপত্তা বিষয়ক প্রবন্ধ, স্লোগান এবং আঁকা প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনটি বিভাগে ৩০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে সারাদিন ধরে চলে জেলায় থাকা পরিবহনের সঙ্গে যুক্ত বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষার কাজ। প্রত্যেকের হার্ট, রক্ত, চোখ, কান, সহ একাধিক পরীক্ষা করা হয়।
ছবি পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?