শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানদের আর্থিক ক্ষমতা কমে গেল

Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৩ ০৮ : ৫৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা হ্রাস করা হল। পুর ও নগর উন্নয়নের দপ্তরের তরফ থেকে যুগ্ম সচিব এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন এখন থেকে পুরসভার সমস্ত চেকে সংশ্লিষ্ট পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিন্যান্স অফিসার সই করবেন। চেকে পুরসভার চেয়ারম্যানের সই করার কোনও উল্লেখ ওই নির্দেশিকাতে নেই।
নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন -তাঁরা আর্থিক দিক থেকে দায়মুক্ত হলেন এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোও আর পুরসভার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না।
এই সিদ্ধান্ত আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় "ডিভিডেন্ট" দেবে বলেই সকলে মনে করছেন।
দপ্তরের বিশেষ সচিব নির্দেশিকা জারি করে জানিয়েছেন- এখন থেকে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বাজেট তৈরি করবেন এবং যে কোনও ক্রয়ের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে উপলব্ধ অর্থের ওপর ভিত্তি করে তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন।
পাশাপাশি নতুন নির্দেশিকাতে যাবতীয় টেন্ডার ডাকার ক্ষমতা পুরসভার এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে।
দপ্তরের নতুন নির্দেশিকাতে -"ক্যাশবুক" এবং "ডিমান্ড এবং কালেকশন রেজিস্টার" পরীক্ষা করা যাবতীয় দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুরসভার চেয়ারম্যান যে সমস্ত বিল এবং ভাউচার পেশ করবেন তা পাস করার দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারের এবং ফিনান্স অফিসারের হাতে ন্যস্ত করা হয়েছে।
দপ্তরের ওই নির্দেশিকাতে আরও বলা হয়েছে - এরপর থেকে পুরসভার "বোর্ড অফ কাউন্সিলর" বৈঠক করে অর্থ সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে এমন কোনও সমস্যার সমাধান করতে পারবে না। যদি কোনও পুরসভা এরকম কাজ করে তাহলে তারা যে সিদ্ধান্ত নেবে তা রাজ্যের পুর দপ্তর বাতিল করে দিতে পারে।
এর পাশাপাশি ওই নির্দেশিকা জারি করে পুরসভার "স্ট্যান্ডিং কমিটি" এবং "বোর্ড অফ কাউন্সিলর"দের বৈঠকে এক্সিকিউটিভ অফিসার ,ফিনান্স অফিসার এবং সংশ্লিষ্ট অন্য আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এই নির্দেশিকা দেখার পর কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, "এখনও সব চেকে সই করার ক্ষমতা আমাদের ছিল না। তবে আমাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। রাজ্য সরকারের সাথে সহযোগিতা এবং সমন্বয়ে বজায় রেখেই আমরা কাজ করব।"
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন," এলাকার যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের তালিকা আমরাই এক্সিকিউটিভ অফিসারের হাতে তুলে দেব। তার ফলে কাজ করতে অসুবিধা হওয়া উচিত নয়।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খাওয়াই হল কাল, বীরভূমে মৃত এক, আহত আরও ছয় ...

আর নয় ভাত-খিচুড়ি, স্বাদ বদলাতে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য চাইনিজ মেনু চালু করল স্কুল...

মুর্শিদাবাদে জাল আধার কার্ড সহ ধৃত ৩ বাংলাদেশি, পাওয়া গেল মালদা যোগ...

সিলিং ফ্যানে ঝুলছে মহিলার দেহ, অচৈতন্য দুই সন্তান, রোমহষর্ক ঘটনায় তোলপাড় শিবপুর...

বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23