রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ১৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: চিঠি লেখার চল এখন আর নেই। তাই খাম, পোস্ট কার্ড, ইন্ডল্যান্ড লেটারের সঙ্গে ডাকবাক্সও অতীত হয়েছে। বর্তমান সময়ে শহর হোক বা গ্রাম, রাস্তার মোড়ে মোড়ে ডাক বাক্সের আর দেখা মেলে না। তবু চলতি এই ডিজিটাল যুগেও, এলাকাবাসীর সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে সেই ডাকবাক্সেই ভরসা রাখলো পোলবা থানা। সাধারণের সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করে তুলতে গ্রামে গ্রামে বসানো হলো একেবারে ডাকবাক্সের ধাঁচে তৈরি ড্রপবক্স।
সম্প্রতি হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত পোলবা থানার তরফে নেওয়া এই উদ্যোগ মানুষের নজর কেঁড়েছে। তৈরি হয়েছে থানায় না গিয়েও সরাসরি পুলিশের কাছে অভিযোগ বা পরামর্শ জানানোর রাস্তা। একইসঙ্গে থাকছে পরিচয় সার্বজনীন না হওয়ার প্রশাসনিক প্রতিশ্রুতি। আশা করা হচ্ছে এর মাধ্যমে গ্রামের সাধারণ বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের দূরত্ব কমবে। ভবিষ্যতে আরও সুদৃঢ় হয়ে উঠবে সমন্বয়। সম্প্রতি পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীন সংগ্রামপুর মোড়, পাউনান লাইব্রেরী সহ একাধিক জায়গায় বসানো হয়েছে ড্রপবক্স। যার মাধ্যমে সাধারন মানুষ তাঁদের অভিযোগ বা পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন। পোলবা থানা সূত্রে জানানো হয়েছে, আপাতত থানা এলাকার অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতে এবং বারোটি জায়গায় ড্রপবক্স বসানো হয়েছে। মূলত যে সমস্ত এলাকায় সিসি ক্যামেরা নেই, এমন জায়গাকেই ড্রপবক্স বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। যাতে যারাই অভিযোগ পত্র জমা করবেন, তাঁদের পরিচয় গোপন থাকে।
ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের তরফে সামাজিক মাধ্যমে আবেদন জানানো হয়েছে, অভিযোগ বা পরামর্শ যাই হোক ড্রপবক্স ব্যবহার করে সরাসরি জানাতে। আবেদন করা হয়েছে, এলাকায় কোনও বেআইনি কার্যকলাপ, আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে অথবা অনভিপ্রেত ঘটনা যা পুলিশের নজরে পড়ছে না, কারোর চাল চলনে অসঙ্গতি যা প্রশাসনকে জানানো প্রয়োজন, সেগুলিকে একটি সাদা কাগজে লিখে এই ড্রপবক্সে ফেলতে। এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। অথচ কাগজে লেখা অভিযোগ সরাসরি পৌঁছে যাবে প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গেই অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তের কাজ শুরু হবে।
পুলিশ প্রশাসনকে দেওয়া সাধারণের পরামর্শ গুলিকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে। ফলে থানায় এসে অভিযোগ জানাতে সময় নষ্ট হবেনা। পাশাপাশি প্রকাশ্যে আসার ক্ষেত্রে কোনও দ্বিধা থাকলে সেটাও কাটবে। গ্রামীণ পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, 'আপনি সুরক্ষিত থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। পোলবা থানা ও হুগলি গ্রামীন জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে আছে।'
এর আগেও একাধিকবার দেখা গেছে পোলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে। পুলিশের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা খুশি। এমন অনেক ঘটনা তাঁদের চোখের সামনে প্রতিনিয়ত পুলিশের নজর এড়িয়ে ঘটছে। এবার সেগুলি খুব সহজেই পুলিশের নজরে আনা যাবে।পাশাপাশি তাঁরা সহজ পথে পুলিশ এবং সাধারণের মাঝে থাকা দূরত্ব কমানোর পরামর্শও দিতে পারবেন। হুগলি গ্রামীণ পুলিশ আশাবাদী এভাবে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দূর করে সুষ্ঠ স্বাভাবিক সমাজ গঠন করা সম্ভব।
ছবি পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা