বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার যেন হঠাৎ করে জেগে উঠল আদানি গ্রুপের শেয়ার। একধাক্কায় ৯ শতাংশ বাড়ল আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম। হিন্ডেনবার্গের দুর্গে তালা পড়তেই ঘুরে গেল সমস্ত হিসেবনিকেশ। এদিন আদানি পাওয়ার সবথেকে বেশি এগিয়ে গিয়েছে। তারা এগিয়েছে ৯ শতাংশ। আদানি গ্রিনও পিছিয়ে ছিল না। তারাও এগিয়ে যায় ৯ শতাংশ।
এরফলে আদানি গ্রুপের অন্য শেয়ারের দামও ঝড়ের গতিতে উপরের দিকে উঠতে থাকে। হিন্ডেনবার্গের খবর সকালের দিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা অনেক বেশি উৎসাহ দেখায়। ফলে একদিকে আদানিতে বিনিয়োগ করেন ৭.৭ শতাংশ মানুষ। আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন এবং আদানি পোর্ট সকলেই ৬.৬ শতাংশ হারে লাভের মুখ দেখে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই হিন্ডেনবার্গ সংস্থার প্রধান ঘোষণা করে দেন তিনি বন্ধ করে দিচ্ছেন হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানি থেকে শুরু করে সেবি এবং সেবি'র প্রধানের বিরুদ্ধে পরপর বিস্ফোরক অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। যা আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কি হুমকির জেরে সংস্থা বন্ধের ঘোষণা করলেন তিনি? লম্বা পোস্টে ন্যাথান অ্যান্ডারসন সাফ জানিয়েছেন, 'কোনও হুমকি, আতঙ্ক, অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তথ্য ফাঁস করার প্রয়োজন ছিল। তা করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।'
উল্লেখ্য, ২০২৩ সালে আদানি গোষ্ঠী এবং পরবর্তীতে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক দুর্নীতি, বেআইনি লেনদেন এবং কর ফাঁকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলেছিল এই সংস্থা। পাশাপাশি সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ এনেছিল। যদিও গৌতম আদানি এবং মাধবী বুচ বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।
তবে হিন্ডেনবার্গের প্রধানের এই সিদ্ধান্তের জেরে আদানির বাজার যে একধাক্কায় আকাশের দিকে গিয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে আদানিকে নিয়ে যারা বিরোধীরা প্রশ্নবান করেছিল তারা এবার একেবারে চুপ। দেশের প্রথম সারির এই সংস্থার শেয়ার বাজার উপরের দিকে যাওয়াতে হাসি ফুটেছে স্টক মার্কেটের মুখেও।
নানান খবর
নানান খবর

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের