আজকাল ওয়েবডেস্ক: একপ্রকার মাথায় বাজ ব্যাঙ্ক কর্মীদের। এক ধাক্কায় চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ। কারণ শুনে হতবাক কর্মীরা। নেপথ্যে কারণ কী জানেন? কারণ সেই এআই।
উন্নত প্রযুক্তির যুগে, এআই যেমন একদিকে একাধিক খাতে মুশকিল আসান, তেমনই এআই-এর কারণে চাকরি হারাতে পারেন বহু মানুষ। আশঙ্কা ছিল, এআই এর কারণে আইটি কর্মীরা চাকরি হারাতে পারেন। সেই আশঙ্কার মাঝেই জানা গেল, এআই-এর কারণে লক্ষ লক্ষ ব্যাক কর্মী চাকরি হারাতে পারেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, অতি সম্প্রতি করা একটি সমীক্ষা জানাচ্ছে তেমনটাই।
এইআই ব্যাঙ্কের চাকরিতে প্রভাব ফেলতে পারে, প্রথমদিকে তেমনটা ভাবেননি কেউ। অনেকের ধারণা, ব্যাঙ্কের চাকরি সুবিধার। রবিবারগুলি ছাড়াও, মাসের দুই শনিবারও ছুটি মেলে কর্মীদের। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ব্লুম্বার্গ ইন্টেলিজেন্স সার্ভে সাম্প্রতিক সমীক্ষার পর জানিয়েছে আগামী কয়েকবছরেই এআই-এর কারণে অন্তত দু’ লক্ষ ব্যাঙ্ক কর্মী চাকরি হারাতে পারেন।
কোন খাতের ক্ররমীদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে? জানা গিয়েছে ব্যাক অফিস, মিডল অফিসের কর্মীদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে বেশি। জানা যাচ্ছে এবার থেকে কেওয়াইসি ভেরিফিকেশনের মতো কাজগুলি এআই করে ফেলবে অনায়াসে।
