বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | 'হেমামালিনী'র জন্য দুঁদে পুলিশ অফিসার হয়ে গেলেন ডাক্তার! চিরঞ্জিৎ-এর রোগ সারাতে গিয়ে কী হাল হল অলোক সান্যাল-এর?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৫ ১৩ : ৪৬Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: ধর্মেন্দ্রর প্রেমে হেমামালিনী! এক অন্যরকম প্রেমের গল্প বলতে আসছে পারমিতা মুন্সীর আগামী ছবি 'হেমা মালিনী'। মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা পাপিয়া রাও'কে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তীকে। ছবিতে ডাক্তার 'ধর্মেন্দ্র'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে নিজেকে হেমা মালিনী মনে করেন নায়িকা। তাই নিজের নাম 'মালিনী' থেকে বদলে 'হেমা মালিনী' রেখেছেন তিনি।  নিজেকে সুস্থ করে তুলতে ডাক্তার 'ধর্মেন্দ্র'র কাছে যান তিনি। এরপরেই এক অনন্যরকম প্রেম কাহিনী ফুটে ওঠে ছবির গল্পে।

এদিকে ছবির খাতিরে দুঁদে পুলিশ অফিসার, হয়ে গেলেন ডাক্তার। কলকাতা পুলিশের এসিপি হেডকোয়ার্টার অলোক সান্যাল এবার 'হেমামালিনী'র হৃদরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করলেন। তাঁর সহ-অভিনেতা ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। পরিচালকের কথায় "অলোকদা একজন ডিরেক্টর'স এক্টর। আর অসম্ভব কো-অপারেটিভ। আমি খুব খুশি অলোকদার সঙ্গে কাজ করে।"