শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ১৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল সোমবার জানিয়ে দিলেন শনিবারের ডার্বিতে পিভি বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও তা হ্যান্ডবল নয়।
এই ট্রেভর কেটেল সম্পর্কে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও উষ্মা প্রকাশ করেছিলেন। কুয়াদ্রাতকে বলতে শোনা গিয়েছিল, ''আমি যদি ভুল করি, তাহলে বার্সোলানায় কাজ পাব না। কিন্তু এখানকার রেফারিরা নিয়মিত ভুল করে চলেছেন। এটা পরিষ্কার যে আমাদের সিস্টেমে বদল আনতে হবে। প্রশ্ন এখানেই যে গোটা সিস্টেমের মাথায় কে আছেন? তিনি ট্রেভর কেটেল। ভিডিও খুঁজলে অনেক জিনিস দেখতে পাবেন যেখানে খেলাটার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে ওই লোকটা। এই লোকটা যদি কোনও সিস্টেমের মাথায় বসে তাহলে রেফারিদের সম্পর্কে আমি আর কী বলতে পারি!''
ট্রেভর কেটেলের অভিজ্ঞতা কম নয়। আটশোর বেশি পেশাদার ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের সহকারী রেফারি ছিলেন। টটেনহাম হটস্পার-ব্ল্যাকবার্ন রোভার্সের ফুটবল লিগ কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। লিভারপুল-আর্সেনালের কমিউনিটি শিল্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি। ২০০৩ সালে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হন তিনি। সেই কেটেলের রেফারিং জীবন ছিল খুবই কুখ্যাত। যেদিন রেফারিং থেকে অবসর নেন, সেদিন সবাই আনন্দে মাতোয়ারা হন। ২০ বছরের রেফারি জীবনে তিনি ছিলেন খুবই বিতর্কিত। মুড়িমুড়কির মতো কার্ড দেখাতেন। রেফারি হিসেবে তাঁর প্রথম বছরে সাতটি লাল কার্ড দেখিয়েছিলেন দশটি ম্যাচে।
২০০২-০৩ মরশুমে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হওয়ার পর ২৮টি ম্যাচে ১৩১টি হলুদ কার্ড ও ১৩টি লাল কার্ড দেখিয়েছিলেন। তাঁর শেষ মরশুমে ১৫টি ম্যাচে কেটেল ৫৬টি হলুদ এবং ৬টি লাল কার্ড দেখান। তবে সবচেয়ে কুখ্যাত সিদ্ধান্ত ২০১৬-র মার্চে। অ্যাক্রিংটন স্ট্যানলি এবং এএফসি উইম্বলডন ম্যাচে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছিলেন এই ট্রেভর কেটেল। বিরতির আগে খেলার ফল ছিল ০-০। অ্যাক্রিংটন গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। বিরতির তখনও কিছু সময় বাকি। বিলি কি গোল করে দেন অ্যাক্রিংটনের হয়ে। সেই সময়ে ট্রেভর কেটেল গোলের বাঁশি না বাজিয়ে বিরতির বাঁশি বাজিয়ে দেন। গোল বাতিল হয়ে যায়। সবাই বিভ্রান্ত হয়ে যান রেফারির এহেন সিদ্ধান্তে। অ্যাক্রিংটনের ম্যানেজার জন কোলম্যান বলেছিলেন, ''আমার ৪৬ বছরের খেলোয়াড় ও ম্যানেজার জীবনে এমন ঘটনা দেখিনি।'' কুয়াদ্রাত এই ঘটনার কথাই বলেছিলেন। শেষ মেশ তাঁর অবসরের কথা যখন ছড়িয়ে পড়ে, তখন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সংশ্লিষ্ট ক্লাবগুলো আনন্দিত হয়। এতটাই কুখ্যাত ছিলেন ট্রেভর কেটেল।
নানান খবর
নানান খবর

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই