বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal former coach Carles Cuadrat slammed  Trevor Kettle

খেলা | গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল

KM | ১৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল সোমবার জানিয়ে দিলেন শনিবারের ডার্বিতে পিভি বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও তা হ্যান্ডবল নয়। 

এই ট্রেভর কেটেল সম্পর্কে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও উষ্মা প্রকাশ করেছিলেন। কুয়াদ্রাতকে বলতে শোনা গিয়েছিল, ''আমি যদি ভুল করি, তাহলে বার্সোলানায় কাজ পাব না। কিন্তু এখানকার রেফারিরা নিয়মিত ভুল করে চলেছেন। এটা পরিষ্কার যে আমাদের সিস্টেমে বদল আনতে হবে। প্রশ্ন এখানেই যে গোটা সিস্টেমের মাথায় কে আছেন? তিনি ট্রেভর কেটেল। ভিডিও খুঁজলে অনেক জিনিস দেখতে পাবেন যেখানে খেলাটার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে ওই লোকটা। এই লোকটা যদি কোনও সিস্টেমের মাথায় বসে তাহলে রেফারিদের সম্পর্কে আমি আর কী বলতে পারি!'' 

ট্রেভর কেটেলের অভিজ্ঞতা কম নয়। আটশোর বেশি পেশাদার ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের সহকারী রেফারি ছিলেন। টটেনহাম হটস্পার-ব্ল্যাকবার্ন রোভার্সের ফুটবল লিগ কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। লিভারপুল-আর্সেনালের কমিউনিটি শিল্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি। ২০০৩ সালে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হন তিনি। সেই কেটেলের রেফারিং জীবন ছিল খুবই কুখ্যাত। যেদিন রেফারিং থেকে অবসর নেন, সেদিন সবাই আনন্দে মাতোয়ারা হন। ২০ বছরের রেফারি জীবনে তিনি ছিলেন খুবই বিতর্কিত। মুড়িমুড়কির মতো কার্ড দেখাতেন। রেফারি হিসেবে তাঁর প্রথম বছরে সাতটি লাল কার্ড দেখিয়েছিলেন দশটি ম্যাচে।

২০০২-০৩ মরশুমে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হওয়ার পর ২৮টি ম্যাচে ১৩১টি হলুদ কার্ড ও ১৩টি লাল কার্ড দেখিয়েছিলেন। তাঁর শেষ মরশুমে ১৫টি ম্যাচে কেটেল ৫৬টি হলুদ এবং ৬টি লাল কার্ড দেখান। তবে সবচেয়ে কুখ্যাত সিদ্ধান্ত ২০১৬-র মার্চে। অ্যাক্রিংটন স্ট্যানলি এবং এএফসি উইম্বলডন ম্যাচে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছিলেন এই ট্রেভর কেটেল। বিরতির আগে খেলার ফল ছিল ০-০। অ্যাক্রিংটন গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। বিরতির তখনও কিছু সময় বাকি। বিলি কি গোল করে দেন অ্যাক্রিংটনের হয়ে। সেই সময়ে ট্রেভর কেটেল গোলের বাঁশি না বাজিয়ে বিরতির বাঁশি বাজিয়ে দেন। গোল বাতিল হয়ে যায়। সবাই বিভ্রান্ত হয়ে যান রেফারির এহেন সিদ্ধান্তে। অ্যাক্রিংটনের ম্যানেজার জন কোলম্যান বলেছিলেন, ''আমার ৪৬ বছরের খেলোয়াড় ও ম্যানেজার জীবনে এমন ঘটনা দেখিনি।'' কুয়াদ্রাত এই ঘটনার কথাই বলেছিলেন। শেষ মেশ তাঁর অবসরের কথা যখন ছড়িয়ে পড়ে, তখন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সংশ্লিষ্ট ক্লাবগুলো আনন্দিত হয়। এতটাই কুখ্যাত ছিলেন ট্রেভর কেটেল। 


#EastBengalvsMohunBegan#CarlesCuadrat#TrevorKettle



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কবে অবসর নেবেন?‌ চাঁচাছোলা জবাব দিলেন স্মিথ

ছোটদের বড় ম্যাচেও জয়, চারদিনে ডার্বি জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের ...

রোহিত, বিরাটের টেস্ট অবসর প্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন অশ্বিন...

'ও না খেললে, আমরা জিততাম,' এই অজি তারকাকে বর্ডার-গাভাসকর‌ ট্রফির গেমচেঞ্জার বাছলেন অশ্বিন...

মরকেলের সঙ্গেও ঝামেলায় জড়ান গম্ভীর, ড্রেসিংরুমের আরও এক গোপন তথ্য ফাঁস...

হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...

রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...

সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...

ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...

ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...

দল না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত পাকিস্তান যাবেন!‌ কিন্তু কেন?‌...



সোশ্যাল মিডিয়া



01 25