মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৫ জানুয়ারি ইউজিসি নেট ২০২৪-এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে, পোঙ্গল, মকর সংক্রান্তি ও অন্যান্য উৎসব বিবেচনা করে ওই দিন নেট পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন পরীক্ষার তারিখ পরে ইউজিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে (ugcnet.nta.ac.in) প্রকাশ করা হবে। তবে, ১৬ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা নির্দিষ্ট সময়সূচী অনুসারেই হবে।
কী জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি?
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পোঙ্গল, মকর সংক্রান্তি এবং অন্যান্য উৎসবের কারণে ২০২৫ সালের ১৫ জানুয়ারি নেট পরীক্ষা স্থগিতের জন্য ২০২৪ সালের ডিসেম্বরেই ইউজিসি-র কাছে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই পরীক্ষার্থীদের স্বার্থে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধুমাত্র ১৫ জানুয়ারির নির্ধারিত ইউজিসি-নেট ২০২৪ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। ১৬ তারিখে নির্ধারিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।'
ইউজিসি নেট অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
আবেদনকারীরা প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করে তাদের হল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে-
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: ugcnet.nta.ac.in
ধাপ ২: হোমপেজে উপলব্ধ UGC NET অ্যাডমিট কার্ড ২০২৪ ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন
ধাপ ৩: লগইন ক্রেডেনশিয়াল জমা দিন
ধাপ ৪: UGC NET অ্যাডমিট কার্ড ২০২৪ স্ক্রিনে প্রদর্শিত হবে
ধাপ ৫: অ্যাডমিট কার্ড দেখুন এবং ডাউনলোড করুন
ধাপ ৬: ভবিষ্যতের জন্য এটি নিরাপদে রাখুন
ন্যাশনাল টেস্টিং এজেন্সি 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ', 'সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং পিএইচডিতে ভর্তি' এব 'পিএইচডিতে ভর্তি'-র জন্য নেট পরীক্ষা পরিচালনা করে।