রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে ফ্যাশন দুনিয়াতেও। বর্তমানে পোশাক পরিধানের ধ্যান-ধারণাতেই আধুনিকত্বের আমেজ ভরপুর। সাবেক হোক বা পশ্চিমি, কোন পোশাকের সঙ্গে কেমন সাজ, কীভাবে পরতে হবে, তা জানলেই কাজ হাসিল। কারণ যে কোনও সাজই সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে জোগায় আত্মবিশ্বাসও। ফ্যাশন ফ্লোরে ধরা দিলেন চার অভিনেত্রী- শ্রীজলা গুহ, সংঘমিত্রা তালুকদার, শ্বেতা মিশ্র, ঐন্দ্রিলা বোস।
কথায় আছে শাড়িতেই নারী। ফ্যাশনেবল থ্রি কোয়ার্টার ব্লাউজের সঙ্গে সৃজলা পরেছেন ক্রেপ শাড়ি।
ইয়েলো ম্যাজেন্টা ক্রেপ ফ্লোরাল শাড়ি, সঙ্গে ফ্লোরাল স্লিভসের থ্রি কোয়ার্টার ব্লাউজে নজর কেড়েছেন অভিনেত্রী।
ইন্দো ওয়েস্টার্নে নজরকাড়া সংঘমিত্রা তালুকদার।
সানি ইয়েলো ইন্দো ওয়েস্টার্ন থ্রি পিস ধোতি স্কার্ট, এমব্রয়ডারি ব্রালেট পরেছেন অভিনেত্রী। সঙ্গে একইরঙা লং শ্রাগ।