সোমবার ১৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: 'প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটা সুযোগ দাও।' ২০২২ সালে নিজের এক্স হ্যান্ডেলে এমনই লিখেছিলেন করুণ নায়ার। চোখের সামনে নিজের ক্রিকেট জীবনের শেষ মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরের ১২-১৩ মাসে নাটকীয় পট পরিবর্তন। আবার জাতীয় নির্বাচকদের ভাবনায় ঢুকে পড়েছেন। ভারতীয় ক্রিকেটে করুণ নায়ারের ঘটনা বেশ অদ্ভুত। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রান করা সত্ত্বেও লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে পারেননি। তবে এবারের বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের ফলে, অজিত আগরকর সহ বাকি নির্বাচকদের নজর কেড়েছেন। বিজয় হাজারের শেষ ছয় ইনিংসে তাঁর স্কোর ১১২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২। ছয় ইনিংসে পাঁচটি শতরান। তারমধ্যে সবচেয়ে উল্লেযোগ্য বিষয় হল, একটি ইনিংসেও আউট হননি করুণ। অপরাজিত থেকে ৬০০ রানের বেশি করে ফেলেছেন। লিস্ট এ ক্রিকেটে অপরাজিত থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর রেকর্ড করলেন তিনি। তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে টুর্নামেন্টের একটি সংস্করণে পাঁচটি শতরানের নজির গড়েন। এর আগে লিস্ট এ ক্রিকেটে তিনজন ব্যাটারের চারটে শতরান করার রেকর্ড রয়েছে।
একটি রিপোর্টে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর বেশিদিন নেই। তাঁদের পরিবর্তে করুণ নায়ারের কথা ভাবা হচ্ছে। সেখানে বলা হয়েছে, 'ভারতীয় ক্রিকেট দল একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা হিমশিম খাচ্ছে। এই জায়গায় করুণের কথা ভাবা হচ্ছে। তাঁর ওপর তীক্ষ্ণ নজর রাখছে নির্বাচকরা।' কয়েকদিন আগে পর্যন্তও কোনও দল ছিল না তাঁর। তখন তাঁকে সাহায্য করেন প্রাক্তন ভারতীয় পেসার অ্যাবে কুরুভিল্লা। তাঁর উদ্যোগে বিদর্ভের হয়ে খেলার সুযোগ পান। সেই সুযোগ কাজে লাগান। করুণ বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন উনি আমার নির্বাচক ছিলেন। আমি ওনাকে জানাই, আমি দল খুঁজছি। আমাকে সাহায্য করার অনুরোধ করি। এভাবেই আমি বিদর্ভে খেলার সুযোগ পাই। আমি ওনার এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটা পাওয়া মাত্র দু'হাতে লুফে নিই। সবাই দেশের হয়ে খেলতে চায়। আমিও অন্যত্র নয়। আমি আবার টেস্ট ম্যাচ খেলতে চাই। সেটার জন্য নিজের কাজ চালিয়ে যেতে হবে।' আট বছর আগে শেষবার ভারতের হয়ে খেলা ক্রিকেটার কি আবার টিম ইন্ডিয়ায় সুযোগ পাবে?
#Karun Nair #Vijay Hazare Trophy#Team India
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
দল না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত পাকিস্তান যাবেন! কিন্তু কেন?...
রোহিত, বিরাটকে আরও ৩-৪ বছর ভারতের জার্সিতে দেখতে চান প্রাক্তন তারকার বাবা...
'রেফারিদের সততা নিয়ে প্রশ্ন নেই, কোনও দলকে আঘাত করা হয়নি', ইস্টবেঙ্গলের অভিযোগের জবাব দিলেন ট্রেভর কেটেল ...
‘ছেলের মৃত্যু হলেও আমি গর্ব করতাম’, যুবরাজ সিংকে নিয়ে কী বললেন যোগরাজ?...
আইপিএল শুরু হচ্ছে কবে থেকে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই এল মেগা আপডেট...
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে এই দিনে, বড়সড় আপডেট দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা...
'আর কয়েক মাস আছি', বোর্ডকে সময় দিলেন রোহিত, কিন্তু কীসের জন্য? ...
জেমাইমার দুরন্ত সেঞ্চুরি, ওয়ানডেতে পাহাড় প্রমাণ রান গড়ে নজির ভারতের মহিলা দলের ...
'এই ইস্টবেঙ্গল এখন আর ভয় জাগায় না, চরিত্র বদলে গিয়েছে', ক্লেটনদের হার দেখে হতাশ অতনু ...
গুয়াহাটি ডার্বিতে ১০ জনের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, জঘন্য রেফারিংয়ে পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ...
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...