সোমবার ১৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ১৫ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাতদিন নিখোঁজ থাকার পর অবশেষে রবিবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর এলাকায় ফিডার ক্যানেল থেকে উদ্ধার হল মালদহের হরিশ্চন্দ্রপুরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ। গত ৫ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে ঝাড়খণ্ডের দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মালদহের বারোদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভকত নামে বছর ২০-র ওই ছাত্রী।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'আজ দুপুর নাগাদ নিখোঁজ ওই ছাত্রীর দেহ ফিডার ক্যানেলের জলে ভেসে উঠেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ওই ছাত্রীর বাড়ির লোকেদেরকে গোটা ঘটনাটির খবর জানানো হয়েছে।'
মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা দীপ্তি ভকতকে তাঁর বাড়ির লোকেরা ঝাড়খণ্ডের দুমকায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছিলেন। গত ৫ জানুয়ারি মালদহ থেকে ট্রেনে করে রামপুরহাটের উদ্দেশে যাত্রা করেন দীপ্তি। সেখান থেকে ট্রেন বদলে তাঁর ঝাড়খণ্ডের দুমকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দীপ্তি সেদিন ট্রেনে বসার পরও নিজের কলেজে যাননি। পরিবারের সদস্যদেরকে নিয়ে তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি মেসেজ পোস্ট করে নিখোঁজ হয়ে যান দীপ্তি।
ওই দিনই দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ দীপ্তির মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য কিছু সামগ্রী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ব্যাগের মধ্যে থাকা পরিচয় পত্র এবং মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ দীপ্তির বাড়ির লোককে ব্যাগ উদ্ধারের ঘটনার খবর জানায়। সেইদিনই দীপ্তির বাড়ির লোকেরা ফরাক্কায় এসে উদ্ধার হওয়া জিনিসপত্রগুলো নিয়ে যান এবং হরিশ্চন্দ্রপুরে থানায় দীপ্তির নিখোঁজ ডায়রি করেন।
এই ঘটনার দু'দিন পর গত ৭ জানুয়ারি ফরাক্কা থানার পুলিশ ফিডার ক্যানেলের বিভিন্ন এলাকায় ডুবুরি নামিয়ে ওই ছাত্রীর সন্ধানে তল্লাশি চালালেও সেদিন তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর একটা নাগাদ ফরাক্কার শঙ্করপুর ফেরিঘাটের কাছে এক নৌকা চালক জলের মধ্যে ওই ছাত্রীর দেহটি ভেসে যেতে দেখেন। এরপর দেহটিকে শঙ্করপুর ফেরিঘাটে নিয়ে আসা হয়।
সূত্রের খবর, দীপ্তি নিখোঁজ হয়ে যাওয়ার পর তাঁর দাদু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থাতেই গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা যখন তাঁর অন্তুষ্টিক্রিয়াতে ব্যস্ত, সেই সময়ে দীপ্তির দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
#murshidabad#malda#westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...
কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...
স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...
চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...
বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...
হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...
নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...
১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...
ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...
প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...
টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...
অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...
হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...
'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...