রবিবার ১২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ১২ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রের একাধিক পান্ডা যখন গ্রেপ্তার হচ্ছে, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন ব্যক্তি।
আজ ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, নুরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ, আকবর আলি এবং মনোজ কুমার মণ্ডল নামে তিন ব্যক্তিকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত তিন ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে আজই তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।'
পুলিশের এক আধিকারিক জানান, ধৃত তিন যুবক সম্প্রতি নুরপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসেছিলেন। ওই তিন ব্যক্তির আধার কার্ড তৈরির কোনও লাইসেন্স না থাকলেও, অন্য একজনের কাছ থেকে বিপুল টাকার বিনিময়ে তাঁরা আধার কার্ড তৈরির আইডি এবং পাসওয়ার্ড 'ভাড়া' নিয়েছিলেন।
পুলিশের ওই আধিকারিক ধৃত ব্যক্তিদের 'মোডাস অপারেন্ডি' জানাতে গিয়ে বলেন, 'আধার কার্ড তৈরির জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড যাঁর নামে রয়েছে তাঁকে ততবারই স্ক্যানারে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই কারণে ধৃত ব্যক্তিরা 'সিন্থেটিক ল্যাটেক্স' ব্যবহার করে এমন এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিলেন যাঁর নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাঁরা বারবার আধারের সিস্টেমে লগ ইন করতেন।'
ওই আধিকারিক আরও জানান, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা যে আধার কার্ড তৈরি করতেন সেগুলি সবই জাল। যে ব্যক্তির জন্য আধার কার্ড তৈরি হচ্ছে 'জাল' কার্ডে তাঁর ছবি এবং ঠিকানা থাকলেও ১২ সংখ্যার যে ইউনিক নম্বর ছাপা থাকতো তা ইতিমধ্যেই অন্য কারও জন্য বরাদ্দ হয়ে রয়েছে।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের দোকান থেকে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা থানা এলাকা থেকে 'এবিটি'-র যে চারজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে আব্বাস আলি নামে এক জঙ্গি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় আধার এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতি থানা এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের কাছ থেকে কোনও বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলেছে কিনা, তা এখন পুলিশকে ভাবাচ্ছে । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম জানিয়েছেন। তাঁদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ।
#murshidabad#crimenews
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...
স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...
চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...
রান ফর হেলথ ম্যারাথন, যুব দিবসে চন্দননগর কমিশনারেটের বিশেষ উদ্যোগ...
বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...
হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...
নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...
১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...
ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...
প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...
টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...
অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...
হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...
'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...