রবিবার ১২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের

Pallabi Ghosh | ১১ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: বোরো চাষের মরশুমে হঠাৎ না জানিয়ে জল ছাড়ল ডিভিসি। প্লাবিত হল রবি মরশুমের আলু চাষ। বিস্তীর্ণ চাষের জমি প্লাবিত। ব্যাপক ক্ষতির আশঙ্কা আলু চাষে। পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া একাধিক এলাকার কয়েক'শ বিঘা আলু চাষের জমি তলিয়েছে জলের তলায়। চাষের জমিতে আল কেটে কোনওভাবে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। 

মাস খানেক আগেই হয়েছে আলু গাছের চাড়া বসানোর কাজ। আলু গাছের বয়স সবে মাত্র এক মাস হয়েছে। আলুর ফলন ধরা শুরু হয়েছে। এমন সময় হঠাৎ শুক্রবার রাতে ডিভিসির ছাড়া জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি। এভাবে গাছ ডুবে থাকলে, পচে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই প্রসঙ্গে আলু চাষী কাশীনাথ সামন্ত, প্রিয়নাথ কোটাল, নীলকান্ত কোটালরা জানিয়েছেন, রাত থেকে ডিভিসি'র জল আলু জমিতে ঢুকতে শুরু করে। শনিবার সকালে তাঁরা দেখেন, তাঁদের বেশিরভাগ জমি জলের তলায়। 

অনেকেই সমবায় থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এবার আলু চাষ কিছুটা দেরি করে হয়েছে। বীজ সারের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে অনেকটাই। সেই টাকা কী করে উঠবে চিন্তায় ঘুম ছুটেছে কৃষকদের। তাঁরা চাইছেন, আলু চাষের ক্ষতির পরিমান যাচাই করে সাহায্য করুক সরকার। বোরো ধান চাষের জন্য ডিভিসি জল দেয়। সেই জল না জানিয়ে ছাড়া হয়েছে বলে অভিযোগ। আর সেই ডিভিসির জল খাল দিয়ে ঢুকে পড়েছে আলু জমিতে। জল আটকাতে বাঁধা দেওয়ার সময়টুকুও পাননি কৃষকরা। 

মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস বলেছেন, কৃষকরা এসে তাঁকে জানিয়েছেন। তারপর তিনি গিয়ে জমিতে কী পরিস্থিতি তা দেখেছেন। ডিভিসির বাঁধা ভেঙে জল জমিতে ঢুকেছে। কয়েক'শ বিঘে আলু জমি জলের তলায় চলে গেছে। ঋণ করে কৃষকরা আলু চাষ করেছিলেন। ডিভিসি কিছু না জানিয়ে জল ছেড়েছে। ফলে আলু চাষের সঙ্গে যুক্ত কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তিনি বিষয়টি বিডিওকে জানিয়েছেন। এডিওকেও জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান, তার যথাযথ ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। ধানের পাশাপাশি আলু চাষীদেরও রাজ্য সরকার শস্য বীমার টাকা দিচ্ছে। ক্ষতি হয়েছে, ফলে বর্তমানে সেই বীমার টাকার দিকেই তাকিয়ে থাকতে হবে পোলবার আলু চাষীদের। এই প্রসঙ্গে পোলবা ব্লকের বিডিও জগদীশচন্দ্র বারুই জানিয়েছেন, আলু জমি প্লাবিত হওয়ার কথা তিনি শুনেছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। কী ক্ষয়ক্ষতি হবে তা খতিয়ে দেখে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি পার্থ রাহা।


#hooghly#dvc



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...

১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...

ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...

স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা, ভেঙে যাচ্ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে, পথে নামল গোটা গ্রাম...

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25