বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

AD | | Editor: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৪Abhijit Das
মিল্টন সেন: বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হল না হুগলি সাংগঠনিক জেলা বিজেপির। যদিও অন্যান্য রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছিল অনেক আগেই। আরজি কর-কাণ্ডের কারণে পশ্চিমবঙ্গে সেই অভিযান শুরু হতে দেরি হয়েছিল। গত ২৭ অক্টোবর ২০২৪ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এক বৈঠকে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন। তারপর ২৮ অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়ে যায় সদস্য সংগ্রহ অভিযান।
অপরদিকে, বিজেপি জেলা সভাপতি হওয়ার দৌড়ে জেলার একাধিক নেতা। প্রতিনিয়ত বেড়ে চলেছে সভাপতি পদে দাবিদারদের সংখ্যা। ক্রমশ লম্বা হচ্ছে নামের তালিকা। এখনও পর্যন্ত জেলা থেকে কমবেশি ৪৮ জন নেতা সভাপতি হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার হুগলিতে কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন সাগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত পুরুলিয়ার সাংসদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। চুঁচুড়া মল্লিক কাশেম হাট সংলগ্ন শুভম লজে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলার পর্যবেক্ষক মনোজ পান্ডে, জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার-সহ সমস্ত মণ্ডলের কার্যকর্তারা। যদিও অঘোষিত ভাবে সদস্য সংগ্রহের কর্মসূচিকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। তার মধ্যে হয়তো জেলা সভাপতি পদের দাবিদার আরও বাড়বে।
কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক সাংগঠনিক জেলা বিজেপিকে ৩ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ মাত্রা স্থির করে দেওয়া হয়েছিল। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল সাংগঠনিক জেলায় তিন হাজার করে সক্রিয় সদস্য করার। পাশাপাশি সাংগঠনিক জেলা বিজেপির প্রত্যেক পদাধিকারীকে এককভাবে ১০০টি সদস্য সংগ্রহ করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল। পরে সেই লক্ষমাত্রাকে কমিয়ে এক লক্ষ করা হয়। এবং এককভাবে পদাধিকারীদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা কমিয়ে ৫০ জন করে দেওয়া হয়।
পদাধিকারীরা সকলেই তাঁদের নিজস্ব টার্গেট পূরণ করেছেন। ফলে জেলায় বর্তমানে মূল সংগঠন, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, সংখ্যালঘু মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা-সহ ডাক্তার, আইনজীবী, আইটি নিয়ে প্রায় ৪৫৯ জন পদাধিকারী রয়েছেন। সেক্ষেত্রে প্রত্যেক পদাধিকারীর ১০০ করে ধরলে ৪৫ হাজার ৫৯০ জন সদস্য সংগ্রহের কাজ দ্রুত শেষ হয়েছে। সমস্যা তৈরি হয়েছে সার্বিকভাবে গোটা সাংগঠনিক জেলার লক্ষমাত্রায় পৌঁছনো নিয়ে। কোনও ভাবেই সেই লক্ষমাত্রার কাছাকাছিও পৌঁছতে পারছিল না হুগলি জেলা বিজেপি। এর মধ্যে নির্ধারিত ৩১ ডিসেম্বরকে বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়। এদিন শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ৭৯ দিনে জেলা বিজেপি মাত্র ৭৮ হাজার ৯৪৫টি সদস্য সংগ্রহ করতে পেরেছেন। পাশাপাশি তিন হাজার সক্রিয় সদস্য সংগ্রহের ক্ষেত্রেও বিশাল খামতি। ১০ জানুয়ারি পর্যন্ত জেলা বিজেপি অফিসে আসা সক্রিয় সদস্যের ফর্মের সংখ্যা মাত্র ৮৭৫টি। কিন্তু পদাধিকারী সকলে অনেক আগেই ১০০ জনের বেশি সদস্য সংগ্রহ করে ফেলেছেন। ফলে দলে তাঁদের পদ টিকে থাকবে এটাই স্বাভাবিক। এর আগে ২১ ডিসেম্বর পাণ্ডুয়ার বৈঠকে ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ''সদস্য সংগ্রহ লক্ষমাত্রার তুলনায় অনেক কম হয়েছে।'' লক্ষমাত্রা ছিল তিন লক্ষ। তখনও পর্যন্ত মাত্র ৫১ হাজার সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সক্রিয় সদস্য সংগ্রহের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। তিন হাজারের পরিবর্তে সক্রিয় সদস্য হয়েছে মাত্র ৩৬৩ জন। এর জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছিলেন মহাগুরু।
বিজেপি দলের ক্ষেত্রে এক একটি লোকসভা কেন্দ্রকে সাংগঠনিক জেলা হিসেবে ধরা হয়। এক্ষেত্রে গত ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ১৫ লক্ষ ১৭ হাজার ৫১১ জন ভোটার। কিন্তু লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা সেই তুলনায় অনেকটাই বেশি। তাও ভোটদাতাদের মাত্র ৭ শতাংশেরও কিছু কম সদস্য সংগ্রহ করার লক্ষমাত্রা স্থির করে দেওয়া হয়েছিল। বিজেপি কর্মীদের অভিযোগ, জ্যোতির্ময় বাবু সংগঠন মজবুত করার কথা বললেও গোষ্ঠীদ্বন্দ্ব আগের জায়গাতেই রয়েছে। কার্যকর্তারা সবাই বর্তমানে নিজেদের টার্গেট সম্পূর্ণ করে জেলা সভাপতি হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। কারণ, জেলার টার্গেট পূরণ হলে সভাপতি তুষার বাবুই থেকে যাবেন। তাই সেটা তাঁরা কোনও ভাবেই হতে দেবেন না।
ছবি পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই