শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Students demonstrated against the transfer of their teachers

রাজ্য | 'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: জল ভরা চোখে ছোট ছোট হাত উঁচিয়ে ‘মানছি না মানব না’ স্লোগানে বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা। স্কুলের তিন শিক্ষকের অন্য স্কুলে বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখাল তারা। শুক্রবার তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় 'ভিলেজ এডুকেশন কমিটি'র সভাপতি সমীর গুহ। তাঁর হাতে ডেপুটেশন তুলে দেয় ছাত্র-ছাত্রীরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী ২০৮ জন। এত দিন এই স্কুলের শিক্ষক ছিলেন ৫ জন। তাঁদের মধ্যে ভারপ্রাপ্ত শিক্ষক নীতিকুমার সাহা রায় ২৫ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। সহকারি দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর রায় ১৯ বছর ও ৫ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে তাঁদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই স্কুলের তিন শিক্ষক অন্য স্কুলে শিক্ষকের নিয়োগপত্র হাতে পেয়েছেন। আর এই খবর চাউর হতেই গুঞ্জন শুরু হয় স্থানীয় মহলে। এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় পড়ুয়ারা। প্রশাসনিক এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে তারা।

এদিন বিক্ষোভ দেখানোর সময় ছাত্রছাত্রীদের সকলের চোখ ছলছল করছিল। তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রাখি ব্যাপারী বলে, প্রিয় স্যারদের আমরা কোথাও যেতে দেব না। তৃতীয় শ্রেণীর পড়ুয়া প্রীতি রায় বলে, আমাদের স্কুল থেকে তিনজন স্যার অন্যত্র চলে যাচ্ছেন। তাতে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই আমরা প্রিয় স্যারদের কোনমতেই স্কুল থেকে যেতে দেব না। সেজন্যই আমরা আন্দোলনে নেমেছি।

যদিও এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিকুমার সাহা রায় জানান, প্রায় ২৫ বছর ধরে পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। সিনিয়ারিটি হিসেবে প্রধান শিক্ষকের আবেদন করি। পড়ুয়ারা না যাওয়ার দাবি করছে। তবে প্রশাসনিক সিদ্ধান্তে মান্যতা দিতেই হবে। একই কথা জানিয়েছেন অন্য দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর দাস। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত তথা বিদ্যালয়ের ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি সমীর গুহ বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে যাই। শিক্ষকদের বদলি রুখতে পড়ুয়ার আন্দোলন করছে। তাদের আন্দোলনের বিষয়টি উপর মহলে জানিয়েছি।


#Tufanganj#School#Student



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

গঙ্গাস্নান সেরে ফিরেই অঘটন, ভাগ্যের পরিহাসে শিকলে বাধা সেলিমের জীবনের ২৪ বছর...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25