রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাত্র একটা দিন। তারপরই ফুটবলের মহারণ। তবে কলকাতায় নয়, এবার ডার্বি গুয়াহাটিতে। সমর্থক ঠাসা স্টেডিয়ামে খেলতে না পারার হতাশা রয়েছে কোচ থেকে ফুটবলারদের মধ্যে। হায়দরাবাদ ম্যাচের পরই হোসে মোলিনা জানিয়েছিলেন, তাঁরা কলকাতাতেই ডার্বি খেলতে চান। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার সেই হতাশা কাটিয়ে আদ্যোপান্ত পেশাদারিত্বের মোড়কে নিজেকে মুড়ে ফেলেছেন বাগানের স্প্যানিশ কোচ। ডার্বির আবেগ দূরে সরিয়ে, মগজাস্ত্রে বাজিমাত করতে মরিয়া। মোলিনা বলেন, 'আমাদের সবার আবেগ আছে। কিন্তু একজন পেশাদার হিসেবে সেটাকে কন্ট্রোল করতে হয়। আমি একজন ফ্যানের দৃষ্টিকোণ থেকে ভাবতে পারব না। কোচ হিসেবে ভাবলে সঠিক সিদ্ধান্ত নিতে পারব।'
খাতায় কলমে ৯৯ শতাংশ ফুটবল বোদ্ধা এগিয়ে রেখেছে মোহনবাগানকে। ধারে-ভারে, টেবিলের অবস্থানে, বর্তমান ফর্মের বিচারে দুই দলের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। এক এবং একাদশের লড়াই। এককথায়, অসম লড়াই। কিন্তু ম্যাচটা যে ডার্বি। কলকাতায় প্রায় দুই মরশুমের (এটিকে মিলিয়ে) অভিজ্ঞতায় মোলিনা জেনে গিয়েছেন, এই ম্যাচে কেউই ফেভারিট নয়। কোনও যুক্তি, তর্ক চলে না। ৯০ মিনিট যার, ম্যাচ তাঁর। ডার্বির ৪৮ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, আপেক্ষিকভাবে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ততটা সহজ হবে না। মোলিনা বলেন, 'ম্যাচটা কঠিন হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ওদের হারাতে সেরা পারফরম্যান্স দিতে হবে। মানছি আমরা টেবিলের শীর্ষে। পয়েন্টে বড় পার্থক্য রয়েছে। তবে ডার্বিতে এইসবের কোনও মূল্য নেই। আমরা ফেভারিট নয়। কাল আমরা কেমন খেলব তার ওপরই সবকিছু নির্ভর করবে। নব্বই মিনিটের পারফরম্যান্স পার্থক্য গড়ে দেবে।'
অস্কার ব্রুজোর জমানায় দ্বিতীয়ার্ধে ভাল খেলছে ইস্টবেঙ্গল। বিশেষ করে বিরতির পর প্রথম ১৫-২০ মিনিট আক্রমণের ঝড় তুলছে। বেশ কয়েকটা ম্যাচে এমন দেখা গিয়েছে। পাঞ্জাব এবং মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ইস্টবেঙ্গল। কিন্তু এই নিয়ে ভাবিত নন বাগান কোচ। জানান, পুরো ৯০ মিনিটে ফোকাস তাঁর। বিপক্ষ নয়, শুধু নিজের দল নিয়েই ভাবছেন। মোলিনা বলেন, 'ম্যাচটা ৯০ মিনিটের। আমি শুধু নিজের দল নিয়েই ভাবছি। দলের ওপর ভরসা আছে। বাকিরা কী করতে পারে সেই নিয়ে ভাবতে চাই না। আমাদের ৯০ মিনিট ১০০ শতাংশ দিতে হবে। প্লেয়ারদের সেরাটা চাই।'
ডার্বির ৭২ ঘন্টা আগে মোহনবাগাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে লাল হলুদ শিবির। স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের ভিডিও করার অভিযোগ ওঠে। ফুৎকারে অভিযোগ উড়িয়ে দিলেন বাগান কোচ। মোলিনা বলেন, 'এটা কে বলেছে? আমরা কোনওদিন এইসব করিনি। আমাদের এমন করার প্রয়োজন নেই। অভিযোগ ভিত্তিহীন। আমি শুধু নিজের দলেই ফোকাস করছি। বাকিদের নিয়ে চিন্তিত নয়।' শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি সারে মোহনবাগান দল। সেটপিসেই জোর দেন মোলিনা। ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে রেখেই ইস্টবেঙ্গল বধের ছক সাজাচ্ছেন। চোট সারিয়ে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। পরিবর্ত হিসেবে নামবেন ডার্বি ম্যান। 'ফক্স ইন দ্য বক্স' জেসন কামিন্স তো আছেনই।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও