রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | পাচ্ছেন তেনজিং নরগে পুরস্কার, আর্থিক প্রতিবন্ধকতার হার্ডল টপকে ক্রাউড ফান্ডিংয়ে চ্যানেল জয়ের স্বপ্ন দেখছেন সায়নী

Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ২৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: 'জয় করে তবু ভয় কেন তোর যায় না?' এই দোলাচলের মধ্যে তেনজিং নরগে অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়নী দাস। সামনে সপ্তসিন্ধু জয়ের হাতছানি। তবু আশা আর আশঙ্কার দোলাচল সায়নীর মনে। সায়নী দাস। আদ্যন্ত মফস্বলি বাংলার পুকুর, ছোট পুল এবং ভাগীরথী, খাল-বিলে সাঁতার কেটে যিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক সাঁতারু। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক জীবন্ত উদাহরণ। সাধারণ ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সায়নী ইংলিশ চ্যানেল থেকে শুরু করে করেছেন পাঁচ চ্যানেল জয়ের রেকর্ড। এই কঠিন যাত্রায় বাবা, মা এবং সাধারণ মানুষের সাহায্য তাঁকে পথ চিনিয়েছে৷ কালনা জেলার প্রতিভাবান সাঁতারু সায়নী। যিনি ইতিমধ্যেই সপ্তসিন্ধুর ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব একটি বড় সমস্যা। এর জন্য তিনি সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সায়নী বলেন,'কালনার কোনও পুকুর বাকি রাখিনি৷ এখন ভাগীরথীতে প্র‍্যাকটিস করি।'

সায়নী মনে করেন, সরকার নিজেই বা কর্পোরেট সংস্থাগুলোকে দিয়ে সাঁতারের মতো খেলার পাশে দাঁড়াতে পারেন। সুইমিংয়ে অর্থের যোগান কম। সায়নীর মতে, অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রকৃতির সঙ্গে একাত্মতা বাড়ায়। মানসিক শক্তি যোগায়। তিনি মনে করেন, নতুন প্রজন্মের শিশুদের মোবাইলে আসক্তি বাড়ছে। তাঁদের সাঁতার বা অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো উচিত। এর ফলে তাঁরা শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে পারবে। এই বিষয়টিকে সামনে রেখে তিনি তরুণ প্রজন্মকে খেলার জগতে আসার কথা বলেন। সায়নী বলেন, 'অ্যাডভেঞ্চার স্পোর্টস একলা চলার ব্রত। এতে প্রাণের ঝুঁকি আছে। টাফ গেম। সেই টার্গেট নিয়েই নামতে হবে। তবে দেশের নামকে তুলে ধরার গৌরব এক আলাদা অনুভূতি।' তবে সামনে দুটো বড় চ্যানেল জয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তিনি কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তারমধ্যে অন্যতম আর্থিক সমস্যা। তারই মধ্যে সায়নীর বাড়িতে এসেছে খুশির খবর।

আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সায়নীর হাতে তেনজিং নরগে অ্যাওয়ার্ড তুলে দেবেন। সায়নীর পাশাপাশি স্বাভাবিকভাবেই খুশি তাঁর বাবা মাও। বাবা রাধেশ্যাম দাস বলেন, 'এটা আমাদের কাছে গর্বের বিষয়।' সায়নী জানান, ২০২৪ সালে একসঙ্গে দুটো চ্যানেল পার হতে গিয়ে ২৬ লক্ষ টাকা খরচ হয়েছে। নানান সাহায্য পেয়েছেন। কিন্তু সামনে পরবর্তী চ্যানেলের জন্য প্রায় ১০ থেকে ১৪ লক্ষ টাকা দরকার। তাঁর বাবা ইতিমধ্যে ৫ লক্ষ টাকা ঋণ করেছেন, যা শোধ হয়নি। এই পরিস্থিতিতে তিনি জানান, সাধারণ মানুষকে নিয়ে ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কানাডা, ইংল্যান্ড এবং ভারত থেকেও সাহায্য আসছে। বাকি আছে অনেকটাই। কিন্তু মানুষের ওপর বিশ্বাস আছে এই জলকন্যার। তাঁর আশা, এবার কেন্দ্রীয় সরকার নিশ্চয়‌ই তাঁর পাশে দাঁড়াবে। ভাগীরথীর ঘোলা জল, পাড়ার পুকুর, স্থানীয় সুইমিং পুল থেকে সাত বছর বয়সে সায়নীর যাত্রা শুরু বরফ ঠাণ্ডা জল, অচেনা পরিবেশ, জেলিফিস, হাঙরের মধ্যে। আর্থিক প্রতিবন্ধকতার হার্ডলস পেরিয়ে মুকুটে আরও একটি পালক যোগ করতে চান। তাঁর চোখ সামনের দিকে। বিশ্বাস রয়েছে নিজের ওপর। বিশ্বাস রয়েছে মানুষের ওপর। 


Sayani DasSwimmingTenzing Norgay National Adventure Award

নানান খবর

নানান খবর

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া