বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ১৩ : ০৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: 'ও অভাগী'র সাফল্যের পর নতুন ছবির পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। স্বভূমি এন্টারটেনমেন্ট ও ডঃ প্রবীর ভৌমিকের আগামী নিবেদন, সিনেবাপ এন্টারটেনমেন্টের-সহ প্রযোজিত ছবি 'খাঁচা'। ভরপুর রহস্য, অ্যাকশনে মোরা এই ছবি দিতে চলেছে সামাজিক বার্তাও। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। এবার এল ছবির প্রথম ঝলক।
'খাঁচা'য় অভিনয়ে রয়েছেন সমাজ মাধ্যমে পরিচিতি মৃণ্ময়, রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালি চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত ও নবাগতা পূজা চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। কন্ঠে সিদ্ধার্থ রায় (সিধু) ও দুর্নিবার সাহা। উত্তরবঙ্গে এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে বলে খবর।
গল্পে দরিদ্র গ্রাম টিয়াবন দেখতে আপাত দৃষ্টিতে শান্ত। পুলিশের খাতাতেও কোনও ব্যাপারেই খুব একটা অভিযোগ জমা পড়ে না। তবে গভীরভাবে কান পাতলে বোঝা যায়, শান্ত জায়গা মোটেও শান্তিতে নেই। এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে। গত ৩০ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস এবং তার প্রথম স্ত্রী মীনাক্ষী দেবী।
ওই গ্রামেরই ছেলে কমলেশ। ছোটবেলায় তার দিদি পাচারচক্রের হাতে পড়ে। দিদিকে সে আজও খুঁজে পায়নি। তার লড়াই চলছে অপরাধীদের বিরুদ্ধে। সে কী পারবে সত্যিটা খুঁজে বের করতে? অপরাধীদের মুখোশ খুলে যোগ্য শাস্তি দিতে পারবে কি সে? এই উত্তর দেবে 'খাঁচা'।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "গল্প বলার ক্ষেত্রে আমি কখনও কোনও নির্দিষ্ট সীমায় আবদ্ধ থাকতে চাইনি। সিনেমা মানেই বিনোদন, তাই আমি সবসময় দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করি।"
অভিনেতা, সহ প্রযোজক মৃন্ময়ের কথায়, "অনেকেরই মনে হতে পারে, পপুলার ইউটিউবার মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় কীভাবে প্রত্যাবর্তন হল? আসলে হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। ২০১২ থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়্যালিটি শো, তারপর ইউটিউব। কিন্তু তারও আগে থেকে আমার স্বপ্ন হিরো হওয়ার। কিন্তু মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় হিরো হওয়া মুখের কথা নয়। তার জন্য - সঠিক প্রিপারেশন, সঠিক মানুষদের সান্নিধ্যে আসা, আর সঠিক সময়টা খুব দরকার।"
প্রযোজক ড: প্রবীর ভৌমিকের কথায়, "গ্রামবাংলার সাধারণ মানুষ এখনও পছন্দ করেন বাণিজ্যিক ফিচার ফিল্ম দেখতে। আজকের নতুন মুখরাই আগামী দিনের বড় তারকা। তারা নতুন সুযোগের সন্ধান করছে। আমি তাদের সম্ভাবনা পছন্দ করি এবং শ্রদ্ধা করি। তাই চেষ্টা করি, আমার ছবিতে নতুনদের সুযোগ দিতে।"
নানান খবর

নানান খবর

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়

ধারাবাহিকের শুটিং ফ্লোরে মনের মানুষ খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী! কোন নায়িকার প্রেমে পড়লেন অভিনেতা?

সূরজ পাঞ্চোলি নন, প্রভাসকে নিজের ছেলের জায়গাটা দিতে চান জারিনা ওয়াহাব! আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম?

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা