রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপি অভিযোগ উঠতেই মুখর প্রশান্ত কিশোর। পরীক্ষা বাতিলের দাবিতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আমরণ অনশনে বসেন জন-সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এসবের মধ্যেই প্রশান্তের অনশন মঞ্চের পাশেই দেখা মেলে বহুমূল্যের একটি ভ্যানিটি ভ্যানের। যা নিয়েও চর্চা চরমে। ইতিমধ্যেই ওই ভ্যানিটি ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত সেটি রয়েছে পাটনা জেলা পরিবহণ দপ্তরে। গান্ধী ময়দানে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জন-সুরাজ পার্টির বিক্ষোভের সময় আরও পনেরটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছিল। কেন কোটি টাকা মূল্য়ের ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হল প্রশান্ত কিশোরের? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
একনজরে বিলাবহুল ভ্যানিটি ভ্যানের মধ্যে কি রয়েছে?
ভ্যানিটি ভ্যানটি বাজেয়াপ্ত করার পরে ওই গাড়ির চালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভিতরে একটি প্রশস্ত শোয়ার ঘর রয়েছে। সঙ্গে রয়েছে একটি আধুনিক শৌচাগার এবং দু'টি গদিযুক্ত চেয়ার। এই গাড়িতে একসঙ্গে দুই-তিনজনের বেশি বসতে পারেন না। এছাড়া রয়েছে ওয়াকি-টকি'র সুবিধাও। এর মাধ্যমে ভিতরে বসে থাকা ব্যক্তি গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ভিতরে একটি ফ্রিজও রয়েছে। ভ্যানিটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
ওই বিলাসবহুল গাড়ির চালকের কথায়, "প্রশান্ত কিশোর যখন পদযাত্রা করতেন তখন তিনি এই ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিতেন। যখন তিনি গান্ধী ময়দানে আমরণ অনশনে বসে ছিলেন, তখন এই গাড়ির শুধুমাত্র শৌচাগার ব্যবহার করতেন।"
ভ্যানিটি ভ্যানের মালিক কে?
চালকের মতে, প্রশান্ত কিশোর ওই ভ্যানিটি ভ্যানের মালিক নন। পূর্ণিয়ার প্রাক্তন বিজেপি সাংসদ পাপ্পু সিং এই গাড়ির মালিক। চালক দাবি করেছেন যে, পাপ্পু সিং এই ভ্যানিটি ভ্যানটি ভোট কৌশলী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্ত কিশোরকে দু'বছর আগে ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়েছিলেন।
পাপ্পু সিং হলেন পূর্ণিয়ার দু'বারের (২০০৪, ২০০৯) বিজেপি সাংসদ। তবে ২০১৯ সালে, তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।
ভ্যানিটি ভ্যানটি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই প্রশান্ত কিশোর স্বাভাবিকভাবেই বিরোধীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। অভিযোগ, তাঁর মানহানি করতেই বিরোধী দলের নেতারা এইসব নিয়ে সুর চড়াচ্ছেন। প্রশান্তের পরামর্শ, রাজনীতি না করে বিরোধী দলের নেতৃত্ব যেন শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে মনোনিবেশ করেন।
নানান খবর
নানান খবর

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ভয়ঙ্কর! অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত স্ত্রী, সন্তানরা, স্বামীর কীর্তি ফাঁস হতেই হতবাক পুলিশ

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব